মধ্যরাতে ব্যবসায়ীর বাসায় প্রবেশের চেষ্টা: মুচলেকায় মুক্তি পেলেন বৈষম্যবিরোধী আন্দোলনের ৩ নেতা

দরজা ভেঙে হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফার বাসায় ঢোকার চেষ্টা ও পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে মুচলেকায় মুক্তি দিয়েছে ধানমন্ডি থানা পুলিশ।
মুক্তি পাওয়া তিন নেতা হলেন— মোহাম্মদপুর থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি, ঢাকা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব ফারহান সরকার ডিনার ও মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও ট্রাফিক সহায়ক মোহাম্মদ জিসান উল্লাহ।
পরবর্তী তাদের দ্বারা এ ধরনের কর্মকাণ্ড সংগঠিত হবে না মর্মে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে তারা মুক্তি পান। এসময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ ধানমন্ডি থানায় উপস্থিত ছিলেন।
ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান ঢাকা টাইমসকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এনপিসির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের উপস্থিতি মুচলেকার মাধ্যমে আটক তিনজনকে মুক্তি দেওয়া হয়েছে।
এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘তারা (বৈষম্যাবিরোধী আন্দোলনের নেতারা) এ ধরনের কাজ করবে না বলে মুচলেকা দিয়েছে। এ জন্য তাদের কেন্দ্রীয় নেতা হান্নানের হাতে ছেড়ে দেওয়া হয়।’
ওসি আরও বলেন, ‘এ বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। ফলে তাদেরকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে।’
এর আগে সোমবার মধ্যরাতে এনসিপির লোক পরিচয়ে দরজা ভেঙে হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফার বাসায় ঢোকার চেষ্টা ও ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহারের চেষ্টার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই তিন নেতাকে আটক করেছিল ধানমন্ডি থানা পুলিশ।
(ঢাকাটাইমস/২০মে/এলএম/এসএ)

মন্তব্য করুন