ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবি এনসিপির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনতিবিলম্বে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছে।
বুধবার দুপুরে এনসিপি ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান দলের নেতারা।
সমাবেশে এনসিপির কেন্দ্রীয় সদস্য আল আমিন টুটুল বলেন, “জনভোগান্তির আন্দোলন করে জনগণকে পাশে পাবেন না। এক দল চলে গেছে, আরেক দল খাওয়ার অপেক্ষায়। আমরা চাই স্থানীয় নির্বাচন, যাতে সবাই নাগরিক সুবিধা পায়।”
বিক্ষোভ সমাবেশে কলাবাগান প্রতিনিধি মাসুম বিল্লাহ বলেন, “বর্তমান ইসি প্রশ্নবিদ্ধ কাজ করছে, অবৈধ আইনে গঠিত হয়েছে। আমরা এ ইসি পুনর্গঠনের দাবি জানাই।”
এসময় দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি।
বিক্ষোভ সমাবেশে জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আবু আবদুল্লাহ বলেন, “অবৈধ উপায়ে গঠিত এ ইসি মেনে নেব না।”
পল্লবী থানা শাখার রেহানা আক্তার রুমা বলেন, আমরা এখানে দাঁড়াতে বাধ্য হয়েছি। এ ইসির পরিবর্তন চাইছি।
সমাবেশে মিরপুর মডেল থানার প্রতিনিধি সাইফুল ইসলাম বলেন, “আজ সারা দেশের মানুষের একই চাওয়া– ঢাকা দক্ষিণ নিয়ে বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ইসির পদত্যাগ চাই। ইসি পুনর্গঠন চাই।”
উত্তরা পূর্ব থানার প্রতিনিধি মাহিন সরকার বলেন, ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে। এ ইসি হাসিনা সরকারের মতো চলছে। নতুন ইসি দিয়ে স্থানীয় নির্বাচন দিন, এর আগে জাতীয় নির্বাচনের আলাপ হবে না।”
এর আগে দুপুর পৌনে ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ সমাবেশ শুরু হয়।
(ঢাকাটাইমস/২১মে/এফএ)

মন্তব্য করুন