উত্তরাঞ্চলে প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে তথ্য সংগ্রহে মাঠে বিডিডিটি: গাইবান্ধা কেন্দ্র ঘিরে নতুন প্রত্যাশা

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মে ২০২৫, ১৮:১৩
অ- অ+

প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে গাইবান্ধাসহ দেশের উত্তরাঞ্চলে সরেজমিনে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্ট (বিডিডিটি)। এই কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে ট্রাস্টের অধীনস্থ ‘প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র’গুলো। এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার গাইবান্ধা শহরের সুখ শান্তি বাজার এলাকায় অবস্থিত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে তথ্য সংগ্রহ করেন Collaboration LAB Project-এর প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট মো. মবিনুর রহমান। তার সঙ্গে ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. আখতার হোসেন।

মো. আখতার হোসেন বলেন, ‘এই কেন্দ্রে বর্তমানে ফিজিওথেরাপি ছাড়াও বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে আরও কার্যকর সেবা প্রদানে প্রয়োজন প্রশিক্ষিত জনবল, আধুনিক উপকরণ এবং নিয়মিত তদারকি। বিশেষ করে প্রতিবন্ধী শিশুদের জন্য মানসম্মত শিক্ষা উপকরণ নিশ্চিত করাটা এখন সময়ের দাবি।’

মাঠপর্যায়ে এই তথ্য সংগ্রহ কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে মো. মবিনুর রহমান বলেন, ‘বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্টের আওতায় সারাদেশে ৩২টি প্রতিবন্ধী সেবা কেন্দ্র পর্যবেক্ষণ করা হবে। গাইবান্ধা কেন্দ্রের তথ্য বিভাগীয় গোলটেবিল বৈঠকের মাধ্যমে নীতিনির্ধারকদের কাছে সুপারিশ আকারে উপস্থাপন করা হবে।’ স্থানীয়রা মনে করছেন, এই ধরনের সমন্বিত উদ্যোগ গাইবান্ধা ও আশপাশের জেলাগুলোর প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

প্রতিবন্ধীদের অধিকতর সেবা নিশ্চিত করতে এই ধরনের নীতিনির্ভর, তথ্যভিত্তিক কার্যক্রমে আরও সরকারি ও বেসরকারি সংস্থার সম্পৃক্ততা বাড়ানো প্রয়োজন বলে অভিমত বিশ্লেষকদের।

(ঢাকা টাইমস/২১মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জিওটেক্সটাইলের গবেষণা ও উৎপাদন বাড়াতে হবে
তারুণ্যের সমাবেশ ঘিরে সিরাজগঞ্জে যুবদলের প্রস্তুতি সভা
হাসান-শরিফুলের ব্যাটে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ
চবির জুলাই শহীদ হৃদয়ের মার্কশিটে যা লেখা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা