গুগল সার্চ ইঞ্জিনে যুক্ত হলো ‘এআই মোড’, যেসব সুবিধা পাবেন

তথ্যপ্রযু‌ক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মে ২০২৫, ১৪:০৩
অ- অ+

ইন্টারনেটে কিছু খুঁজে বের করতে গুগল সার্চে ভরসা রাখেন সবাই। কারণ নেট দুনিয়ার সার্চ ইঞ্জিন জগতে একচ্ছত্র আধিপত্য রয়েছে গুগলের ব্রাউজার। এবার গুগল তাদের সার্চ ইঞ্জিনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন যুগের সূচনা করেছে। মঙ্গলবার (২০ মে) বার্ষিক ডেভেলপার সম্মেলনে যুক্তরাষ্ট্রজুড়ে চালু হলো ‘AI মোড’, যা মানুষের তথ্য অনুসন্ধানের অভিজ্ঞতাকে আরও ব্যক্তিগত ও প্রাঞ্জল করে তুলবে। এখন থেকে গুগল সার্চ ব্যবহার হবে অনেকটা একজন বিশেষজ্ঞের সঙ্গে আলাপের মতো।

এআই মোড চালুর ফলে ব্যবহারকারীরা আর শুধু সাধারণ প্রশ্ন নয়, জটিল ও বহুস্তর বিশ্লেষণধর্মী প্রশ্ন করতেও সক্ষম হবেন। গুগল দাবি করেছে, এটি মানুষকে আরও বেশি তথ্য খুঁজে পেতে উৎসাহিত করবে, তবে গবেষণা বলছে ভিন্ন কথা।

মাত্র আড়াই মাসের পরীক্ষামূলক কার্যক্রমের পরেই এই মোড উন্মুক্ত করে দিয়েছে গুগল। নতুন AI মডেল ‘Gemini 2.5’ এখন সার্চ অ্যালগরিদমে যুক্ত হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা আরও নিখুঁত ফলাফল পাবেন।

একটি গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী, AI Overview-এর কারণে ওয়েবসাইটগুলোতে ট্রাফিক ৩০ শতাংশ পর্যন্ত কমেছে। ব্যবহারকারীরা সরাসরি সার্চ ফলাফল থেকেই তথ্য পেয়ে যাচ্ছেন, ফলে আলাদা করে কোনো লিংকে ক্লিক করার প্রয়োজন পড়ছে না।

১৩ বছর আগে গুগল গ্লাস নিয়ে সমালোচনার মুখে পড়ে, তবে এবার আরও উন্নত ‘Android XR স্মার্ট গ্লাস’ আনছে গুগল। থাকছে হ্যান্ডস-ফ্রি ক্যামেরা ও ভয়েস-চালিত AI অ্যাসিস্ট্যান্ট। এই স্মার্ট গ্লাস যৌথভাবে তৈরি হবে ‘Gentle Monster’ ও ‘Warby Parker’ এর সঙ্গে।

গুগল আনছে VIP স্তরের ‘Ultra’ সাবস্ক্রিপশন, যেখানে ব্যবহারকারীরা পাবেন ৩০ টেরাবাইট ক্লাউড স্টোরেজসহ গুগলের সকল AI সুবিধা। পুরনো ‘AI Pro’ প্যাকেজের তুলনায় এটি অনেক বেশি ক্ষমতাধর, তবে দামও যথেষ্ট বেশি।

Labs ডিভিশনের আওতায় গুগল এখন পরীক্ষা করছে এমন AI ফিচার, যা ব্যবহারকারীর Gmail, ক্যালেন্ডার, ইউটিউব ব্যবহারসহ বিভিন্ন আচরণ বিশ্লেষণ করে আরও নিখুঁত ফলাফল দিতে পারবে। আসছে ‘Deep Search’, লাইভ ভিডিও সার্চ, এবং AI দিয়ে কনসার্ট টিকিট বুকিং-এর মতো ফিচার।

AI মোড গুগলকে আরও শক্তিশালী করবে, কিন্তু এতে ক্ষতিগ্রস্ত হবে ছোট ওয়েবসাইট ও প্রকাশকরা- এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।

গুগলের CEO সুন্দর পিচাই বলেছেন, ‘আমরা এখন এমন এক যুগে প্রবেশ করছি, যেখানে দশকের গবেষণা বাস্তব হয়ে উঠছে।’

গুগলের এআই সংযোজনের সাম্প্রতিক প্রচেষ্টাগুলো মিশ্র সাফল্য পেয়েছে। গত বছরের ডেভেলপার কনফারেন্সে গুগল তাদের ‘AI Overviews’ ফিচার চালু করেছিল, যা সার্চ রেজাল্টের শীর্ষে এআই-সৃষ্ট সারাংশ দেখায়। প্রথম দিকে এটি ব্যবহারকারীদের কাছ থেকে ত্রুটিপূর্ণ ও অদ্ভুত তথ্য দিয়ে সমালোচিত হয়েছিল, যেমন একটি ব্যবহারকারীকে বলা হয়েছিল, “নন-টক্সিক গ্লু দিয়ে পিজ্জার ওপর পনির আটকে রাখা যায়বা অন্য একটি বার্তা যা বলেছিল ভূতত্ত্ববিদরা প্রতিদিন একটি পাথর খেতে পরামর্শ দেন। গুগলের এক মুখপাত্র তখন এসবকে “স্বতন্ত্র উদাহরণহিসেবে উল্লেখ করেন।

তবে এখন এই ফিচারটি বিশ্বব্যাপী ২০০-এর বেশি দেশে প্রতি মাসে ১৫০ কোটি বার ব্যবহৃত হচ্ছে। পিচাই জানান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত, যেখানে গুগলের প্রধান বাজার, সেখানে এই ফিচার ১০% এরও বেশি নতুন সার্চ বৃদ্ধিতে অবদান রাখছে। তিনি বলেন, “গত দশকে এটি সার্চে সবচেয়ে সফল লঞ্চগুলোর মধ্যে একটি।

(ঢাকাটাইমস/২১ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তরায় ডিবির অভিযানে ‘সনদ জালিয়াতি’ চক্রের মূলহোতা গ্রেপ্তার
ক্রাইসিস ম্যানেজমেন্টে পুরোপুরি ব্যর্থ সরকার: বাংলাদেশ এলডিপি
করিডোর নিয়ে কারও সঙ্গে কথা হয়নি, হবেও না: নিরাপত্তা উপদেষ্টা
পছন্দের ঠিকাদারকে কাজ না দেওয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করছেন ভিপি নূর: ডিএনসিসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা