শ্রম আইন লঙ্ঘনের দায়ে কুমিল্লায় ব্রিটিশ নাগরিককে অর্থদণ্ড 

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মে ২০২৫, ১৫:২২
অ- অ+

শ্রম আইন লঙ্ঘনের দায়ে এক ব্রিটিশ নাগরিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে কুমিল্লার শ্রম আদালত। কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের দায়ের করা মামলার ভিত্তিতে বুধবার (২১ মে) এই রায় ঘোষণা করেন শ্রম আদালতের চেয়ারম্যান কুমিল্লার জেলা দায়রা জজ হাবিবুর রহমান।

মামলা সূত্রে জানা যায়, ব্রিটিশ নাগরিক জর্জ এডউইন কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা এলাকায় অবস্থিত তেল প্রাকৃতিক গ্যাসভিত্তিক কোম্পানিতাল্য বাংলাদেশ লিমিটেডনামক প্রতিষ্ঠানের জিএম হিসেবে কর্মরত৷ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শ্রমিকদের নির্ধারিত ঘণ্টার পরিবর্তে দৈনিক ১২ ঘণ্টা করে কাজ করানো, শ্রমিকদের কল্যাণ তহবিল অংশ্রগ্রহণ তহবিল শ্রম আইন অনুসারে পরিচালিত না হওয়াসহ বাংলাদেশের শ্রম আইনের সাথে সাংঘর্ষিক রেখে কাজ করানোর অভিযোগে শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের পক্ষে চলতি বছরের ১১ মার্চ মামলাটি করা হয়।

পরে, শুনানিতে শ্রম আইন ২০০৬-এর ৩০৩ এর , ৩০৭ এবং ৩১২ ধারায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় বলে আদালত সূত্রে জানা গেছে৷

এদিকে, শুনানিতে প্রতিষ্ঠানটির জিএম জর্জ এডউইন দায় স্বীকার করে নেন এবং আদালতের আদেশ অনুযায়ী জরিমানার অর্থ তাৎক্ষণিক পরিশোধ করেন।

মামলার তথ্য নিশ্চিত করেন শ্রম আদালতের হিসাবরক্ষক রাহিদ হাসান। তিনি জানান, এর আগে প্রতিষ্ঠানটিকে শ্রম আইন লঙ্ঘনের বিষয়ে লিখিতভাবে নোটিশ দেওয়া হয়েছিল।

এদিকে, শ্রমিক অধিকার সংরক্ষণে কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট মহল। তারা মনে করেন, এই রায়ের মাধ্যমে অন্য প্রতিষ্ঠানগুলোর জন্য একটি দৃষ্টান্ত স্থাপিত হলো। শ্রমিকদের অধিকার রক্ষায় ধরনের নজরদারি আইনি পদক্ষেপ আরও জোরদার করা জরুরি।

বিষয়ে কুমিল্লা অঞ্চলের কয়েকজন শ্রমিক নেতা জানান, শ্রমিকদের অতিরিক্ত সময় কাজ করানো তাদের শারীরিক মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে। আদালতের এই সিদ্ধান্ত শ্রমিকবান্ধব প্রশাসনের পরিচয় বহন করে বলেও মন্তব্য করেন তারা। এছাড়াও, কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের এমন উদ্যোগকেও সাধুবাদ জানিয়েছেন তারা৷

(ঢাকাটাইমস/২১মে/এলএম/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাসান-শরিফুলের ব্যাটে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ
চবির জুলাই শহীদ হৃদয়ের মার্কশিটে যা লেখা
অপ্রস্তুত হয়ে দায়িত্ব নিলে দেশের ধ্বংস অনিবার্য : মঈন খান
চবির ৯ ছাত্রী বহিষ্কারের ঘটনায় নতুন মোড়, ছয়জনের শাস্তি প্রত্যাহার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা