বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এবং ইমার্জিং ক্রেডিট রেটিংয়ের মধ্যে চুক্তি

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি এবং স্বনামধন্য প্রতিষ্ঠান ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) এর মধ্যে রবিবার চুক্তি সই হয়েছে। রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে অয়োজিত অনুষ্ঠানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এবং ইসিআরএল এর পক্ষে চুক্তিতে সই করেন সংস্থাটির প্রধান নির্বাহী আরিফুর রহমান, এফসিএ।
অনুষ্ঠানে ব্যাংকের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আওলাদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল ইসলাম এবং চীফ ফিন্যান্সিয়াল অফিসার মো. আনিসুর রহমান, এফসিএ।
আর ইসিআরএল থেকে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ প্রেসিডেন্ট এন কে এ মোবিন, এফসিএ এবং অ্যাসিট্যান্ট জেনারেল ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) মো. মামুন-উল-হক মুল্লিক।(ঢাকা টাইমস/২১মে/এসএ)

মন্তব্য করুন