তারুণ্যের সমাবেশ ঘিরে সিরাজগঞ্জে যুবদলের প্রস্তুতি সভা

আগামী ২৪ মে বগুড়ায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সিরাজগঞ্জে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকfলে সিরাজগঞ্জে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান, সাধারন-সম্পাদক মুরাদউজ্জামান মুরাদ, প্রমুখ।
এসময় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বগুড়ায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশ থেকে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি কি ধরনের কাজ করবে তার সুস্পষ্ট ধারণা তুলে ধরবেন তারেক রহমান।
তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় তরুণ শক্তি বিএনপিতে রয়েছে। আওয়ামী ফ্যাসিস্ট সরকার যতদিন ক্ষমতায় ছিল ততদিন মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। যারা ভোটের অধিকার ফিরে পাওয়ার দাবিতে সরকারের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করে তাদের উপর হামলা মামলা নেমে আসে। গত দেড় দশকে ধরে আওয়ামী লীগ এই পরিস্থিতি সৃষ্টি করেছে। কিন্তু এখন আর সেদিন নাই। ইতোমধ্যেই বিএনপি এবং দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছে। সে লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীর বাংলাদেশ হবে জনগণের।
(ঢাকাটাইমস/২১মে/জেবি/এমআর)

মন্তব্য করুন