হামজা-সামিতদের ম্যাচের টিকিট বিক্রি শুরু ২৪ মে, সর্বনিম্ন মূল্য ৪০০ টাকা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মে ২০২৫, ২১:১২
অ- অ+

যতোই দিন গড়াচ্ছে, সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ নিয়ে দর্শকের আগ্রহ ততোই বাড়ছে। জাতীয় স্টেডিয়াম ঢাকায় দীর্ঘদিন পর ফিরছে ফুটবল, তারও পর দেশের মাটিতে হামজা চৌধুরীর প্রথম ম্যাচ। অভিষিক্ত হতে পারেন সামিত সোম। আর এই ম্যাচ নিয়ে দর্শকের আগ্রহের পারদ চড়েছে তুঙ্গে।

আগামী ১০ জুন ঢাকায় বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। সেই ম্যাচের প্রস্তুতির জন্য বাংলাদেশ দল জুন একটি প্রীতি ম্যাচ খেলবে। মূল প্রতিযোগিতার আগে নিজেদের ঝালিয়ে নেওয়া, সমন্বয় কৌশল পরিকল্পনা পরখ করতেই মূলত এই ম্যাচ।

ঢাকা স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় পূর্ণ থাকবে, এমন প্রত্যাশা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দর্শকরাও অপেক্ষায় ছিল কবে ছাড়া হবে টিকিট, মূল্যই বা কত হবে। সব প্রশ্নের উত্তর দিয়েছে বাফুফে।

বুধবার (২১ মে) এক সংবাদ সম্মেলনে বাফুফের কম্পিটিশন কমিটির প্রধান গোলাম গাউস জানিয়েছে টিকিটমূল্য। বাফুফে প্রথমবারের মতো অনলাইন টিকিটিংয়ে প্রবেশ করছে। জুন ম্যাচের টিকিট বিক্রি কার্যক্রম পেছনে রেখে উল্টো ১০ জুন দিয়েই শুরু করছে বাফুফে।

আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচটি হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। এই ম্যাচের জন্য দর্শকদের টিকিট পাওয়া যাবে অনলাইনে। টিকিট কেনা যাবে ২৪ মে দুপুর ১২টা থেকে টিকিফাই ডট লাইভে।

টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে সাধারণ গ্যালারি ৪০০ টাকা। এর বাইরে ভিআইপি-১ বক্সের টিকিটের দাম ৪ হাজার টাকা, ভিআইপি ২ ও ৩ বক্সের টিকিটের দাম ২৫০০ টাকা। স্কাই ভিউয়ের টিকিটের দাম ৩০০০ টাকা।

১০টি ক্যাটাগরিতে স্টেডিয়ামের গ্যালারিকে ভাগ করা হয়েছে। প্রেসিডেন্সিয়াল বক্সে কেবল আমন্ত্রিত অতিথিরা আসতে পারবেন। বাকি ৯ ভাগের টিকিট মূল্য প্রকাশ করেছে বাফুফে।

সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ৪০০ টাকা। ক্লাব হাউজ-২ এর দাম ধরা হয়েছে ২ হাজার টাকা। ক্লাব হাউজ-১, ভিআইপি-২ ও ৩ এর মূল্য টিকিটিপ্রতি আড়াই হাজার। স্কাই ভিউতে একটি টিকিটের মূল্য ৩ হাজার টাকা। ভিআইপি বক্স-১ এ বসে খেলা দেখতে হলে টিকিটের জন্য জন্রিতি দিতে হবে ৪ হাজার টাকা। আর করপোরেট ও হসপিটালিটি বক্সের টিকিট মূল্য ধরা হয়েছে জনপ্রতি ৫ হাজার টাকা করে।

বাফুফের নির্বাহী সদস্য ও কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেছেন, ‘২৪ মে শনিবার দুপুর ১২টা থেকে টিকিফাই ডট লাইভ ওয়েবসাইট থেকে দর্শকরা টিকিট গ্রহণ করতে পারবে। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে বাফুফে টিকিফাইয়ের ওয়েবসাইট লিংক প্রচার করবে।

টিকিফাইয়ের কর্মকর্তা ইফতেখার ইফতি টিকিট সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে জানান, ‘আমাদের ওয়েবাসাইটে এই ম্যাচ সম্পর্কে লিংক থাকবে, সেই লিংকে গিয়ে নাম, মোবাইল ও ইমেইল দিয়ে নিবন্ধন করে নির্দিষ্ট গ্যালারি ও সিট সিলেক্ট করার অপশন থাকবে। সবকিছু সম্পন্ন করার পর পেমেন্ট অপশন আসবে। ব্যাংক কিংবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে পেমেন্ট করা যাবে। পেমেন্ট সম্পন্ন হলে ইমেইলে টিকিটের কপি যাবে। একজন ব্যক্তি একটি নাম্বার ও মেইল থেকে সর্বোচ্চ ৫টি টিকিট সংগ্রহ করতে পারবে।

অনলাইনে টিকিটের সংখ্যা সম্পর্কে ফুটবল ফেডারেশনের কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ‘আমরা দেশের ফুটবলের স্টেকহোল্ডারদের কিছু সংখ্যক টিকিট রেখে বাকি সব অনলাইনে ছাড়ব।

(ঢাকাটাইমস/২১মে/এলকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমিরাতের কাছে টি ২০ সিরিজ হারলো বাংলাদেশ
আজ শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সকাল-সন্ধ্যা অবস্থান করবে ছাত্রদল
জিওটেক্সটাইলের গবেষণা ও উৎপাদন বাড়াতে হবে
তারুণ্যের সমাবেশ ঘিরে সিরাজগঞ্জে যুবদলের প্রস্তুতি সভা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা