আমিরাতের কাছে টি ২০ সিরিজ হারলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ মে ২০২৫, ০১:৩৮
অ- অ+

বাংলাদেশের ক্রিকেটে আরেকটি হতাশাজনক অধ্যায় যোগ হলো। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরে গেছে টাইগাররা।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ অনিশ্চয়তায় পড়ায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নির্ধারিত দুই ম্যাচের বাইরে অতিরিক্ত একটি ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেই অতিরিক্ত ম্যাচই হয়ে দাঁড়ালো সিরিজ ভাগ্য নির্ধারণে।

বুধবার অনুষ্ঠিত তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৮৪ রানে ৮ উইকেট হারায়। তবে শরিফুল ও হাসানের দৃঢ়তায় দলটি শেষ পর্যন্ত ১৬২ রানে পৌঁছায়।

কিন্তু বোলাররা এই স্কোর রক্ষা করতে ব্যর্থ হন। ৭ উইকেট আর ৫ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আমিরাত।

প্রথম ম্যাচে হারের পর পরপর দুটি ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিকরা।

টেস্ট খেলুড়ে কোনো দলের বিপক্ষে এটিই আরব আমিরাতের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়। অন্যদিকে পূর্ণকালীন অধিনায়ক হয়ে নিজের প্রথম সিরিজেই বিব্রতকর হার দেখলেন লিটন দাস।

লক্ষ্য ছিল ১৬৩ রানের। ইনিংসের দ্বিতীয় ওভারেই আঘাত হানেন শরিফুল ইসলাম। মারকুটে আরব আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম বাঁহাতি পেসারের সুইংয়ে ক্যাচ দেন প্রথম স্লিপে। তানজিদ তামিমের ক্যাচ হয়ে ফেরার আগে ৬ বলে ওয়াসিম করেন ৯।

তবে ১৪ রানে প্রথম উইকেট হারালেও পাওয়ার প্লেতে দারুণ ব্যাটিং করে আরব আমিরাত। ৬ ওভারে তোলে ১ উইকেটে ৫০ রান। অবশেষে অষ্টম ওভারে বল হাতে নিয়েই ব্রেক থ্রু দেন রিশাদ হোসেন। ২৩ বলে ২৯ করে বোল্ড হন মোহাম্মদ জুহাইব।

এরপর জুটি গড়ে তোলার চেষ্টা করেন আলিশান শারাফু আর রাহুল চোপড়া। তাদের ২০ বলে ২১ রানের জুটি ভাঙেন তানজিম সাকিব। স্লোয়ার বাউন্সারে রাহুলকে (১৩ বলে ১৩) শামীম পাটোয়ারীর ক্যাচ বানান তিনি।

তবে এরপর দলকে এগিয়ে নিয়ে যান আলিশান। রিশাদকে ছক্কা মেরে ৩৮ বলে ফিফটি পূরণ করেন তিনি। এরপর আসিফ খানকে সঙ্গে নিয়ে ম্যাচ বের করে নিয়ে আসেন আলিশান। চতুর্থ উইকেটে তারা ৫২ বলে ৯১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। আলিশান ৪৭ বলে ৬৮ আর আসিফ ২৬ বলে ৪১ রানে অপরাজিত থাকেন।

এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আরব আমিরাত। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ইনিংসের শুরু থেকেই ব্যাটাররা খেই হারিয়ে ফেলেন। পাওয়ার প্লে' ওভারের মধ্যেই ৪৯ রানে ফিরে যান টপ অর্ডারের চার ব্যাটার।

সিরিজের দ্বিতীয় ম্যাচে হাফ-সেঞ্চুরি হাঁকানো তানজিদ দিনও খেলছিলেন স্বচ্ছন্দে। বাঁহাতি এই ওপেনার শুরু থেকেই খেলেন আক্রমণাত্মক ব্যাটিং, মাত্র ১৮ বলে ৪টি চার ৩টি ছক্কায় করেন ৪০ রান। তবে ইনিংস বড় করতে না পারায় আরও চাপে পড়ে বাংলাদেশ।

এর আগে প্রথম ম্যাচে সেঞ্চুরি করা পারভেজ হোসেন ইমন আজ গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন। অধিনায়ক লিটন দাসও ইনিংস বড় করতে পারেননি, করেন ১০ বলে ১৪ রান। আগের ম্যাচে ঝোড়ো ব্যাটিং করা তাওহীদ হৃদয় ফিরেছেন শূন্য রানে। মিডল অর্ডারের আরেক ব্যাটার মাহেদী হাসানও হতাশ করেছেন, বলে করেন মাত্র রান।

অল্প সময়ের ব্যবধানে ফিরেছেন তানজিদ তামিম, শামীম পাটোয়ারী () রিশাদ হোসেন () তামিম ১৮ বলে ৪০ করেছেন ৪টি করে চার-ছক্কায়। ৮১ রানে উইকেট হারালে বাংলাদেশ ২০ ওভার খেলতে পারবে কি না সেই সংশয় জাগে। তবে জাকের আলি টেলএন্ডারে শরিফুল-হাসানরা সেই শঙ্কা কাটিয়ে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।

জাকের আলি অনিক ১৯তম ওভারে আউট হওয়ার আগে তিনি ৩৪ বলে ৪১ রান করেছেন। ক্র্যাম্প ঘাড়ে ব্যথা নিয়েও তিনি ব্যাট করেছেন অনেকটা সময়। ওয়াসিমের ওভারটিতে ২টি ছয় একটি চার হাঁকানো শরিফুল-হাসানরা দুটি নো বল উপহার পেয়েছেন। ফলে ওভারটিতে বাংলাদেশ পায় ২৬ রান। আর শেষদিকে হাসান মাহমুদ ১৫ বলে ২৬ এবং শরিফুল ইসলাম বলে ১৬ রান করে দেড়শ পেরোতে বড় অবদান রেখেছেন। ২০ ওভারে উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ১৬২ রান।

আমিরাতের হয়ে সর্বোচ্চ উইকেট নেন হায়দার আলী।

(ঢাকাটাইমস/২২মে/এলকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সকাল-সন্ধ্যা অবস্থান করবে ছাত্রদল
জিওটেক্সটাইলের গবেষণা ও উৎপাদন বাড়াতে হবে
তারুণ্যের সমাবেশ ঘিরে সিরাজগঞ্জে যুবদলের প্রস্তুতি সভা
হাসান-শরিফুলের ব্যাটে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা