তবুও বেঁচে আছি: ছাত্রদল নেতা শামীম

সাম্প্রতিক সময়ে তার ওপর সন্ত্রাসীদের গুলির ঘটনা ঘটেছে। এর আগে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জেল-জুলুম ও মামলা-হামলার শিকার হয়ে বহুদিন ঘরছাড়া ছিলেন জয়পুরহাট জেলা ছাত্রদলের নেতা মো. শামীম হোসেন মন্ডল। একাধিক মামলার বোঝা মাথায় নিয়ে জেলে গেছেন বহুবার।
মামলা-হামলা ও গ্রেপ্তারের ভয়ে বাবার অন্তিম মুহূর্তেও উপস্থিত হতে পারেননি সাবেক এই জেলা সাংগঠনিক সম্পাদক। তবুও দলের আদর্শ থেকে সরে দাঁড়ায়নি কখনো। বিএনপির একজন সক্রিয় কর্মী হিসেবে মাঠে ছিলেন মিছিল-মিটিংয়ের সম্মুখ যোদ্ধা হিসেবে।
স্থানীয় এলাকাবাসী ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল আগামী স্থানীয় সরকার নির্বাচনে পাঁচবিবি পৌরসভায় একজন মেয়র প্রার্থী। সেই লক্ষ্যে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে উঠান বৈঠক ও বিএনপির দলীয় কর্মসূচি যথাযথভাবে পালন করে যাচ্ছেন উদীয়মান এই নেতা।
গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর শামীম হোসেন পাঁচবিবিতে আলোচনায় উঠে এসেছেন। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বিভিন্ন সময় কুশল বিনিময় ও দলীয় কার্যক্রম পালন করায় দিন দিন নেতাকর্মীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছেন তিনি।
শামীম হোসেন মন্ডল বলেন, ‘বিগত আওয়ামী লীগের সরকারের আমলে মামলা-হামলার শিকার হয়ে ঘরছাড়া ছিলাম বহুদিন। দলের দূঃসময়ের মিছিল-মিটিংয়ে সব জায়গায় ছিলাম নেতাকর্মীদের সঙ্গে। ৫ আগস্ট ফ্যাস্টিট সরকারের পতনের পর দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বিভিন্ন মিছিল, মিটিং ও জনসভা করেছি। আগামীতে বিএনপির হাতকে আরো শক্তিশালী করতে পাঁচবিবিতে নেতাকর্মীদের সক্রিয় করার কাজ করে যাচ্ছি।’
এসব দলীয় মিছিল, মিটিং ও সমাবেশ করতে গিয়ে এখন অনেকেরই প্রতিদ্বন্দ্বী হয়ে গেছেন শামীম হোসেন মণ্ডল। এমনকি তার গুলির ঘটনাও ঘটেছে।
আগামী পৌর নির্বাচনে পাঁচবিবির মেয়র পদে সম্ভাব্য এই প্রার্থী বলেন, ‘রাজনীতিতে আমার একটা প্রতিপক্ষ দাঁড়িয়ে গেছে। দিন দিন আমার জনপ্রিয়তা বাড়ছে, সেটা হয়তো মেনে নিতে পারছে না কেউ কেউ। সবশেষ গত পহেলা বৈশাখে সারা দিন নেতাকর্মীদের সঙ্গে দলীয় কার্যক্রম শেষে শহরের একটি দোকানের সামনে বসে আড্ডা দেওয়ার সময় দুটি মোটরসাইকেলে ছয়জন এসে আমাকে গুলি করে হত্যার চেষ্টা করে। বেঁচে আছি আল্লাহর রহমতে। আগামীতে পাঁচবিবি পৌরসভা নির্বাচনে মেয়র হয়ে পৌরবাসীর সেবা করব এটাই চাওয়া।’
(ঢাকাটাইমস/২১মে/মোআ)

মন্তব্য করুন