বিসিএস ডেন্টাল ক্যাডার অ্যাসোসিয়েশনের ৬ দফা নিয়ে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মে ২০২৫, ২১:৫৯| আপডেট : ২১ মে ২০২৫, ২২:০২
অ- অ+

৬ দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেছে বিসিএস ডেন্টাল ক্যাডার অ্যাসোসিয়েশন। বুধবার দুপুর ২ টায় সংগঠনের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ড. মো. আব্দুল্লাহ আল মামুন সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. কে এম আব্দুল্লাহ আল হারুন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, স্বাস্থ্য প্রতিটি মানুষের একটি মৌলিক অধিকার। সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করুন বাংলাদেশ সরকারের একটি অন্যতম অঙ্গীকার। কিন্তু দুঃখজনক ভাবে বলতে হয়, এ স্বাস্থ্যসেবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ-মুখ ও দাঁতের চিকিৎসা সেবা এবং এর সঙ্গে জড়িত ডেন্টাল সার্জনগণ দীর্ঘদিন ধরেই উপেক্ষিত ও বৈষম্যের শিকার হয়ে আসছেন। ফলে আজও একটি উপজেলার প্রায় ৪-৫ লাখ মানুষের মুখ ও দাঁতের চিকিৎসা সেবা দানের জন্য আছেন মাত্র একজন সরকারি ডেন্টাল সার্জন। এমনকি জেলা সদর হাসপাতালেও একই অবস্থা।

প্রারম্ভিক পদের স্বল্পতা এবং বিসিএস ডেন্টাল ক্যাডারে অন্যান্য ক্যাডারের মতো নিয়মিত পদোন্নতির অভাবে এন্ট্রি লেভেলের পদগুলো ফাঁকা থাকছে না, যার ফলে প্রতিটি বিসিএস এ 'ডেন্টাল সার্জন' পদের জন্য নিয়মিত সার্কুলার হয় না। এর ফলে একদিকে যেমন দেশের প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠী মানসম্পন্ন মুখ ও দাঁতের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে প্রতিবছর সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ থেকে পাস করা ৮ শতাধিক মেধাবী ডেন্টাল সার্জন বেকারত্বের হতাশায় নিমজ্জিত হচ্ছেন। এই সংকট নিরসন এবং দেশের আপামর জনসাধারণের জন্য মানসম্পন্ন মুখ ও দাঁতের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা আপনাদের মাধ্যমে সরকার ও দেশের মানুষের কাছে নিচের দাবিগুলো তুলে ধরতে চাই।

৬ দফা দবি হলো—

১. প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অন্তত ৫টি এবং জেলা সদর হাসপাতালে অন্তত ৮টি ডেন্টাল সার্জনের পদ সৃষ্টি করে প্রারম্ভিক পদের সংখ্যা বাড়াতে হবে।

২. আসন্ন ৪৮ তম বিশেষ বিসিএস সহ সকল বিসিএসে 'ডেন্টাল সার্জন' পথ অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে।

৩. বিসিএস ডেন্টাল ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে চলমান সব বৈষম্য দূর করে অন্যান্য ক্যাডারের মতো তাদের প্রাপ্য নিয়মিত পদোন্নতি নিশ্চিত করতে হবে।

৪. ডেন্টাল সার্জনের জন্য নির্ধারিত পদে এমবিবিএস ডাক্তারের পদায়ন বন্ধ করতে হবে।

৫. রাজশাহী, চিটাগাং সহ সকল ডেন্টাল ইউনিটগুলোকে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজে রূপান্তর করে দাঁত ও মুখের স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় আনতে হবে।

৬. সর্বোপরি, মুখ ও দাঁতের চিকিৎসার জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দের মাধ্যমে জনগণের জন্য পূর্ণাঙ্গ ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করে "সবার জন্য স্বাস্থ্য" এই অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. পরিমল চন্দ্র মল্লিক, সংগঠনের উপদেষ্টা সহকারী অধ্যাপক ডা. হায়দার আলী খান, আরও বক্তব্য রাখেন সহ আইন বিষয়ক সম্পাদক ডা. তশরিফ আহমেদ, ডা. নাবিলা।

এ সময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা পরিষদের ডা. এটিএম সাইফুল ইসলাম, ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহ , ডা. সাইফুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি ডা. সজীব তরফদার, সহ-সভাপতি ডা. শাহরিন তরফদার, ডা. উৎপল সাহা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ডা. শামীম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. নাফিজ আহসান, ডা. আক্তার ইমাম আদন, সাংগঠনিক সম্পাদক ডা. আতিক মাহমুদ, স্বাংগঠনিক সম্পাদক ডা. মাসুদ রানা, কোষাধক্ষ্য ডা. আসিফুল বারী, দপ্তর সম্পাদক ডা. আল হাসান মো. বায়েজিদ, সদস্য ডা. রায়হানা নাহার, ডা. সুমির বণিক, ডা. মোজাম্মেল হক, ডা মাকসুদুর রহমান , ডা. সজিব সিনহা, ডা. খন্দকার ইমামুজ্জামান ইমন, ডা. সরোয়ার জাহান তৌহিদ, ডা. আশিক আব্দুল্লাহ, ডা. নূরে আলম, ডা. এসএম জাকারিয়া প্রমুখ।

(ঢাকাটাইমস/২১মে/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমিরাতের কাছে টি ২০ সিরিজ হারলো বাংলাদেশ
আজ শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সকাল-সন্ধ্যা অবস্থান করবে ছাত্রদল
জিওটেক্সটাইলের গবেষণা ও উৎপাদন বাড়াতে হবে
তারুণ্যের সমাবেশ ঘিরে সিরাজগঞ্জে যুবদলের প্রস্তুতি সভা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা