টাঙ্গাইলের সখীপুরে পাঁচ অবৈধ করাতকল উচ্ছেদ

টাঙ্গাইলের সখীপুরে যৌথ বাহিনীর অভিযানে পাঁচটি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়েছে।
আজ বুধবার (২১ মে) বন বিভাগের বহেড়াতৈল রেঞ্জের অধীনে মহানন্দপুর, গড়বাড়ি, বাঘের বাড়ি, আইলসার বাজার এলাকায় এসব করাতকল উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা।
অভিযানকালে টাঙ্গাইল বন বিভাগের সহকারী বন সংরক্ষক আবু সালেহ, বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা এমরান আলী, পুলিশ, সেনাবাহিনী ও বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
রেঞ্জ কর্মকর্তা এমরান আলী বলেন, কোনো ধরনের সরকারি নিয়ম-নীতি না মেনে অনেক জায়গায় বনের পাশেই অবৈধভাবে স্থাপিত করাতকলগুলো চলছিল। এ রকম পাঁচটি করাতকল উচ্ছেদ করে মেশিন ও যন্ত্রাংশ জব্দ করা হয়। অভিযানে কাউকে আটক বা জরিমানা করা যায়নি। এ রকম অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মন্তব্য করুন