টাঙ্গাইলের সখীপুরে পাঁচ অবৈধ করাতকল উচ্ছেদ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২১ মে ২০২৫, ২০:৪৬
অ- অ+
ছবি: সখীপুর উপজেলার বহেড়াতৈল রেঞ্জ এলাকায় অভিযান চালিয়ে করাতকল উচ্ছেদ করা হয়।

টাঙ্গাইলের সখীপুরে যৌথ বাহিনীর অভিযানে পাঁচটি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়েছে।

আজ বুধবার (২১ মে) বন বিভাগের বহেড়াতৈল রেঞ্জের অধীনে মহানন্দপুর, গড়বাড়ি, বাঘের বাড়ি, আইলসার বাজার এলাকায় এসব করাতকল উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা।

অভিযানকালে টাঙ্গাইল বন বিভাগের সহকারী বন সংরক্ষক আবু সালেহ, বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা এমরান আলী, পুলিশ, সেনাবাহিনী ও বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

রেঞ্জ কর্মকর্তা এমরান আলী বলেন, কোনো ধরনের সরকারি নিয়ম-নীতি না মেনে অনেক জায়গায় বনের পাশেই অবৈধভাবে স্থাপিত করাতকলগুলো চলছিল। এ রকম পাঁচটি করাতকল উচ্ছেদ করে মেশিন ও যন্ত্রাংশ জব্দ করা হয়। অভিযানে কাউকে আটক বা জরিমানা করা যায়নি। এ রকম অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমিরাতের কাছে টি ২০ সিরিজ হারলো বাংলাদেশ
আজ শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সকাল-সন্ধ্যা অবস্থান করবে ছাত্রদল
জিওটেক্সটাইলের গবেষণা ও উৎপাদন বাড়াতে হবে
তারুণ্যের সমাবেশ ঘিরে সিরাজগঞ্জে যুবদলের প্রস্তুতি সভা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা