বিদায় অনুষ্ঠানের দিনে বিদ্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে শিক্ষার্থীদের টিকটক

বেনাপোল প্রতিনিধি
  প্রকাশিত : ২১ মে ২০২৫, ১২:৪৩| আপডেট : ২১ মে ২০২৫, ১২:৫৩
অ- অ+

বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার পূর্ব মুহূর্তে বিদায় অনুষ্ঠানের দিনে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ফ্যান, লাইট, সিসি ক্যামেরা, চেয়ার ও টেবিল ভাঙচুর করে টিকটক ভিডিও তৈরি করেছে ছয় শিক্ষার্থী। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়দের মাঝে।

মঙ্গলবার রাতে স্বাধীন বাবু নামে এক শিক্ষার্থীর ফেসবুক প্রোফাইলে এসব ভিডিও প্রকাশ পায়। এতে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থী স্কুলের শ্রেণিকক্ষে ভাঙচুর করে মজা করছে এবং তা মোবাইল ক্যামেরায় ধারণ করে টিকটক ভিডিও বানিয়েছে।

অভিযুক্ত শিক্ষার্থীরা হলো— রহিত, মাসুদ, আপন, অর্ণব, মাসুম বিল্লাহ ও সামির। তারা সবাই ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী।

বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসানুল কবীর বলেন, “পরীক্ষার আগে আমরা নিয়মমাফিক বিদায় অনুষ্ঠান আয়োজন করেছিলাম। সে দিনই এই শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ঢুকে ফ্যান, সিসি ক্যামেরা এবং নিজেদের ও শিক্ষকদের চেয়ার ভাঙচুর করে। প্রথমে জানা না গেলেও ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব হয়। বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকদের জানানো হয়েছে।

এদিকে স্থানীয় এবং বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদের মাঝে এই ঘটনা ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

স্কুলের একজন সাবেক শিক্ষক আহসান উল্লাহ বলেন, স্কুল জীবন শেষ হওয়া মানেই বেদনার এক অধ্যায়। কিন্তু এ ধরনের অপকর্ম আমাদের লজ্জিত করেছে।”

অপর এক সাবেক শিক্ষার্থী আল আমিন বলেন, “আমরা যখন স্কুল ছাড়তাম, সেই দিনটির কথা মনে করলেই চোখে জল আসে। আর এখনকার কিছু শিক্ষার্থী এমন কাণ্ড করে আমাদের সেই আবেগকেই কলুষিত করেছে।”

(ঢাকাটাইমস/২১মে/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঈদে বিকাশ-এ সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণ করে প্রতিদিন হাইসেন্সের ফ্রিজ-টিভি জেতার সুযোগ
সভা শেষে উপজেলা চত্বর থেকে একসঙ্গে ছয় ইউপি চেয়ারম্যান আটক 
অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলা
নোয়াখালীতে ২৪ ঘণ্টায় ২১৮ মিলিমিটার বৃষ্টি, পৌর এলাকায় জলাবদ্ধতা, বিক্ষোভ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা