প্রধানের আধিপত্যবাদবিরোধী আন্দোলন সফল হয়েছে: তাসমিয়া প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টি—জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, “১৯৮০ সালের ৬ এপ্রিল জাগপা প্রতিষ্ঠার পর থেকে শফিউল আলম প্রধান আজীবন ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেছেন। ক্ষমতার লোভে দেশের অসংখ্য বড় নেতা যখন প্রকাশ্যে অথবা গোপনে ভারতকে প্রভু মেনেছিল, শফিউল আলম প্রধান তখন স্রোতের বিপরীতে গিয়ে ভারতের আগ্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করেছেন।”
তিনি বলেন, “সত্য কথা বলার জন্য এবং অন্যায়ের প্রতিবাদ করার জন্য শফিউল আলম প্রধানকে মৃত্যুর আগ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের সকল সরকারের আমলে কারাগারে থাকতে হয়েছে। শফিউল আলম প্রধান জীবিত না থাকলেও তার রেখে যাওয়া আদর্শ ও নীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। আমার ভালো লাগে যখন দেখতে পাই বাংলাদেশের মানুষ দেরিতে হলেও একসঙ্গে এখন ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। তাই গর্বের সঙ্গে বলতে হয়, আধিপত্যবাদবিরোধী অগ্নিপুরুষ মজলুম জননেতা শফিউল আলম প্রধানের আধিপত্যবাদবিরোধী আন্দোলন সফল হয়েছে।”
বুধবার শফিউল আলম প্রধানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে জাগপা আয়োজিত ‘শফিউল আলম প্রধান-এর সংগ্রামী জীবনের চিত্র প্রদর্শনী ও স্মরণসভার’ উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সকাল ১০টায় শুরু হওয়া চিত্র প্রদর্শনী ও স্মরণসভা চলবে একটানা বিকাল ৫টা পর্যন্ত। ইতিমধ্যে চিত্র প্রদর্শনী ও স্মরণসভায় জাগপা নেতাকর্মীদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জামায়াতে ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, কর্নেল (অব.) হাসিবুর রহমান, শফিউল আলম প্রধানের বড় ভাই কবির প্রধান, জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রমুখ।
(ঢাকাটাইমস/২১মে/জেবি/এফএ)

মন্তব্য করুন