ব্রিটেনের লুটন কাউন্সিলের প্রথম নারী ডেপুটি মেয়র হলেন শাহানারা নাসের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মে ২০২৫, ১০:৫৯| আপডেট : ২১ মে ২০২৫, ১২:০৬
অ- অ+

যুক্তরাজ্যের লন্ডনের লুটন কাউন্সিলের (২০২৫-২৬) নতুন ডেপুটি মেয়র হয়েছেন শাহানারা নাসের (মমতা)। প্রথম ব্রিটিশ বাংলাদেশি নারী হিসেবে ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। এছাড়া লুটন বরো কাউন্সিলের মেয়র নির্বাচিত হয়েছেন কাউন্সিলর এমি নিকলস।

মঙ্গলবার (২০ মে) লুটন কাউন্সিলের বার্ষিক সভায় বিদায়ী মেয়র (২০২৪-২৫) তাহমিনা সেলিমের সভাপতিত্বে নতুন মেয়র ও ডেপুটি মেয়র নির্বাচিত করা হয়। কাউন্সিলর শাহানারা নাসেরের নতুন দায়িত্ব গ্রহণে নিঃসন্দেহে একটি মাইলফলক। গ্রেইট ব্রিটেনে দিনে দিনে মূলধারার রাজনীতিতে ব্রিটিশ বাংলাদেশিদের অংশ গ্রহণ আশার আলো জাগিয়েছে। বিশেষ করে নারীদের অংশ গ্রহণে পথকে আরও সুগম করেছে। সরাসরি নির্বাচনেও অংশগ্রহণ করছেন নারীরা।

জানা যায়, ২০২৩ সালের ৪ মে যুক্তরাজ্যের লুটন কাউন্সিলে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করেন শাহানারা নাসের। লুটন কাউন্সিলের সেইন্টস ওয়ার্ড থেকে প্রথমবারের মতো বাঙালি কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন তিনি। তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ১৫২৫। তিনি লেবার পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছিলেন।

এবার কাউন্সিলর শাহানারা নাসেরের দায়িত্ব আরেকটু বেড়ে গেল। চলতি বছরের ২০ জুন থেকে তিনি লুটন কাউন্সিলের ডেপুটি মেয়রের দায়িত্ব গ্রহণ করছেন। তিনি লুটনের কমিউনিটি অ্যাক্টিভিস্ট, সাবেক শিক্ষক শাহ আবু নাসেরের সহধর্মিণী।

(ঢাকাটাইমস/২১ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আসন্ন বাজেটে তামাকপণ্যের কর ও মূল্য বৃদ্ধির দাবি
বাংলাদেশ ছাড়া আমার অন্য কোনো দেশের নাগরিকত্ব নেই: খলিলুর রহমান
উত্তরাঞ্চলে প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে তথ্য সংগ্রহে মাঠে বিডিডিটি: গাইবান্ধা কেন্দ্র ঘিরে নতুন প্রত্যাশা
নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে: ইসি সানাউল্লাহ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা