নোয়াখালীতে ২৪ ঘণ্টায় ২১৮ মিলিমিটার বৃষ্টি, পৌর এলাকায় জলাবদ্ধতা, বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মে ২০২৫, ১৬:৩৪
অ- অ+

নোয়াখালীতে ২৪ ঘণ্টায় ২১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহওয়া অফিস। আর বৃষ্টিতে নোয়াখালী পৌর এলাকার বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়েছে মানুষজন।

আজ বুধবার (২১ মে) বিকেলে স্কুল ছুটি হওয়ার পর আল ফারুক স্কুলের শিক্ষক, শিক্ষার্থী অভিভাবকরা জলাবদ্ধতা নিরসন সড়ক মেরামতের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। জলাবদ্ধতার জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের উদাসীনতাকে দায়ী করেন তারা।

গতকাল মঙ্গলবার বিকাল তিনটা থেকে আজ বিকেল তিনটা পর্যন্ত থেমে থেমে বৃষ্টিতে পানিবন্দি হয়ে পড়েছে নোয়াখালী পৌরসভা। এতে দুর্ভোগে পড়েছে পৌর নাগরিক, পথচারী স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে নোয়াখালী পৌর শহরের মাইজদী লক্ষ্মীনারায়ণপুর, ফকিরপুর, হাউজিং জেলখানা সড়ক ঘুরে দেখা যায় বেশির ভাগ সড়কে পানি জমে রয়েছে। ফকিরপুর, হাউজিং লক্ষ্মীনারায়ণপুর এলাকায় বিভিন্ন বাসাবাড়ির নিচতলায় পানি জমেছে। সার্কিট হাউজ সড়ক, ফ্ল্যাট রোড আল-ফারুক স্কুল সড়কটি পানিবন্দি। এতে শিক্ষার্থী পথচারিরা ভোগান্তিতে পড়ে।

অভিযোগ, বর্ষ শুরুর আগে পৌর শহরের ড্রেন নালাগুলো পরিষ্কার করার কথা থাকলেও নির্দিষ্ট সময়ে তা না করায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়। এখনই ব্যবস্থা না নিলে গত বছরের মতো ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে বলে শঙ্কা নাগরিকদের।

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলা শহরে ২১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ জানান, ইতোমধ্যে পৌরসভা, পানি উন্নয়ন বোর্ড, বিএডিসিসহ বিভিন্ন দপ্তরগুলোর সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। চলতি বর্ষায় যাতে করে জলাবদ্ধতা স্থায়ী না হয় সে জন্য প্রত্যেকটি দপ্তর কাজ করছে।

(ঢাকাটাইমস/২১মে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চবির ৯ ছাত্রী বহিষ্কারের ঘটনায় নতুন মোড়, ছয়জনের শাস্তি প্রত্যাহার
সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ ৩ দিনের রিমান্ডে
তবুও বেঁচে আছি: ছাত্রদল নেতা শামীম
বিসিএস ডেন্টাল ক্যাডার অ্যাসোসিয়েশনের ৬ দফা নিয়ে সংবাদ সম্মেলন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা