হেয়ার রোড মুক্ত হয়নি, এবার শাহবাগ অবরোধ ছাত্রদলের, যানজটের বিশাল বিস্তৃতি, দুর্ভোগ

রাজধানীবাসীর ভোগান্তির আর শেষ নেই বুঝি। এক আন্দোলন শেষ হতেই রাস্তায় নামে আরেক দল। এর কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে রাজধানীর অন্যতম ব্যস্ত মোড় শাহবাগ। তার সঙ্গে যোগ হয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার সড়ক হেয়ার রোড।
বর্তমানে এই দুই জায়গায় অবরোধ অবস্থান করছেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। বিএনপি নেতা ইশরাক হোসেনের ডিএসসিসির মেয়র হিসেবে শপথের দাবিতে হেয়ার রোডে অবস্থানকারীরা এখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবিতে সেখানে অনড় আছেন। তাদের মূল দাবি ইশরাকের মেয়র হিসেবে শপথের পক্ষে আজ হাইকোর্ট রায় দিলেও তারা হেয়ার রোড ছাড়েননি। তাদের কিছু অংশ হেয়ার রোডের আশপাশে (কাকরাইল মসজিদ) অবস্থান করছেন, কিছু অংশ চলে গেছেন শাহবাগ।
আর এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এই তিন এলাকা অবরোধ হয়ে পড়ায় শাহবাগ, কাকরাইল, হেয়ার রোডে যান চলাচল অনেকটা বন্ধ। এর জের পড়েছে সন্নিহিত সড়কগুলোতে, যেখানে সকাল থেকে আটকা পড়ে বিভিন্ন যানবাহন।
মানিক মিয়া এভিনিউ থেকে বেলা ১২টায় জুলহাস নামের একজন যাত্রী জানান, তিনি অন্তত এক ঘণ্টা আটকে আছেন মানিক মিয়া এভিনিউতে। মতিঝিলে তার একটা জরুরি কাজ আছে দুপুরে। কিন্তু তিনি গন্তব্যে পৌঁছাতে পারবেন কি না বুঝতে পারছেন না।
জুলহাস বলেন, ‘গাড়ি থেকে নেমে হেঁটে সামনে গিয়ে যে অগ্রবর্তী কোনো যানবাহন নেব, সেটাও সম্ভব না। গুগল ম্যাপ বলছে কাজী নজরুল ইসলাম সরণি, ফার্মগেট, তেজগাঁও সড়ক প্রায় পুরোটাই যানজটে আটকা।’
বেলা দেড়টায় সালাহউদ্দিন নামের একজন সংবাদকর্মী জানান, তিনি যাবেন মগবাজারের হলি ফ্যামিলি। দীর্ঘক্ষণ মিরপুর রোডে জ্যামে আটকে ছিলেন। পরে গাড়ি থেকে নেমে কলাবাগানের অলি-গলি দিয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।
এদিকে সেগুনবাগিচা, পল্টন, জাতীয় প্রেসক্লাব সড়ক, দোয়েল চত্বর, বিজয়নগর সড়ক, তোপখানা রোড এবং সন্নিহিত এলাকার অলি-গলিতে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট।
ডিএসসিসির মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথের দাবিতে গতকাল কাকরাইল ও মৎস্য ভবন এলাকায় অবস্থান নিয়েছিলেন বিএনপির কর্মীরা। সন্ধ্যায় তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের সড়ক হেয়ার রোডে অবস্থান নেন। রাতভর সেখানেই ছিলেন তারা। সকালে তাদের সঙ্গে যোগ দেন রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা।
গতকাল বুধবার শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থানের ঘোষণা দেয় ছাত্রদল। একই দাবিতে গতকালও ঢাবির প্রক্টরের পদত্যাগ দাবিতে তার অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্রদলের একদল কর্মী।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন। সকাল ১০টার দিকে একদল নেতাকর্মী সেখানে আসেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম। আজ বিকেল পাঁচটা পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলবে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘ছাত্রদল সাম্য হত্যার বিচারের কোনো আশ্বাস এখনো পায়নি। আমরা এ হত্যাকাণ্ডের দৃশ্যমান অগ্রগতি দেখতে পাইনি। প্রশাসন আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে।’
আজকের অবরোধ কর্মসূচি ঘোষণায় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে অবিলম্বে গ্রেফতার, সুষ্ঠু বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শাহবাগ মোড় এবং ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
(ঢাকাটাইমস/২২মে/মোআ)

মন্তব্য করুন