সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা: ঢাকা বোর্ড ক্লাবে উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ মে ২০২৫, ১৩:৫৯| আপডেট : ২২ মে ২০২৫, ১৪:২৯
অ- অ+

সরকারি জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করায় বিতর্কিত ঢাকা বোট ক্লাব লিমিটেড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

বৃহস্পতিবার দুপুর থেকে বেশ কয়েকটি বুলডোজার এবং এক্সকাভেটর নিয়ে শুরু হওয়া এই অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম। আর অভিযানের নেতৃত্ব দেন পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী দেওয়ান আইনুল হক।

আইনুল হক জানান, সাভারের বড়কাকর মৌজায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক জমি অধিগ্রহণ করে নির্মাণ করা হয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। অবৈধ প্রভাব খাটিয়ে সেই অধিগ্রহণকৃত জায়গার পৌনে ১১ একর জমি অবৈধভাবে দখল করে সেখানে নানা রকম স্থাপনা গড়ে তুলেছে বিতর্কিত ঢাকা বোট ক্লাব লিমিটেড। সাত দিনের সময় দিয়ে গত ২৪ জানুয়ারি বোট ক্লাবের সীমানা প্রাচীরের ভেতর অন্তর্ভুক্ত করা সরকারি জমি ছেড়ে দেয়ার নোটিশ দেয়া হলেও তাতে কর্ণপাত করেনি ক্লাব কর্তৃপক্ষ।

তিনি আরও জানান, দীর্ঘদিন অতিবাহিত হলেও ঢাকা বোট ক্লাবের সভাপতি নাসির উদ্দিন মাহমুদ কোনো সাড়া দেননি। তাই বেআইনি, অবৈধভাবে সরকারি জমি দখলমুক্ত করতেই এই উচ্ছেদ অভিযান চলছে।

(ঢাকাটাইমস/২২মে/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রতিবাদ করায় স্কুলছাত্র খুন
সেনাপ্রধানের বক্তব্যে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন: বিশ্ব ইনসানিয়াত বিপ্লব
যশোরে কৃষক দল নেতাকে গুলি করে হত্যা
অপ্রত্যাশিত বিভাজনকে দেশ ও জাতির স্বার্থে মিটিয়ে ফেলতে হবে: হাসনাত আব্দুল্লাহ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা