যশোরে কৃষক দল নেতাকে গুলি করে হত্যা

মৎস্য ঘের সংক্রান্ত বিরোধের জেরে যশোর জেলার অভয়নগরের নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম সরদারকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মশিয়াহাটী গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম।
তিনি বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিহত তরিকুল ইসলাম নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ধোপাদী গ্রামের মৃত ইব্রাহিম সরদারের ছেলে।
জানা গেছে, যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়াহাটী গ্রামে মাছের ঘের রয়েছে তরিকুল ইসলামের। এই ঘের নিয়ে স্থানীয় একটি গ্রুপের সঙ্গে তরিকুল ইসলামের বিরোধ ছিল।
(ঢাকাটাইমস/২২মে/এসএ)

মন্তব্য করুন