‘সেনাপ্রধানের বক্তব্যে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ মে ২০২৫, ২০:৪৫| আপডেট : ২২ মে ২০২৫, ২১:১১
অ- অ+

দেশের চলমান সংকটে সেনাবাহিনী প্রধানের সময়োপযোগী বক্তব্যকে স্বাগত ও সমর্থন জানিয়েছে রাজনৈতিক দল বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ।

বৃহস্পতিবার এক বিবৃতিতে দলের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন, সেনাপ্রধানের বক্তব্যে মর্মাহত ও বিক্ষুব্ধ জনগণের মনের বেদনারই প্রতিধ্বনি হয়েছে। দেশের স্বাধীনতা ও গণতন্ত্র আজ একদিকে অভ্যন্তরীণ উগ্র সাম্প্রদায়িক স্বৈরশক্তির দখলে, অন্যদিকে বিদেশি অপশক্তির হীন স্বার্থে চরম হুমকির মুখে।

তিনি বলেন, এই সংকটকালীন সময়ে শুধু সেনাবাহিনী নয়, রাষ্ট্র ও জীবনের স্বাধীনতায় বিশ্বাসী সব নাগরিককে মানবতার রাজনীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ একমাত্র মানবতার রাজনীতিই পারে মীরজাফরি ষড়যন্ত্র থেকে রাষ্ট্র, ধর্ম, গণতন্ত্র ও মানুষের জীবনকে সুরক্ষা দিতে।

আল্লামা ইমাম হায়াত মনে করেন, দেশ রক্ষায় একটি জনপ্রতিনিধিত্বশীল, জবাবদিহিমূলক সরকার গঠনের জন্য অবাধ, নিরপেক্ষ ও পক্ষপাতহীন নির্বাচনী ব্যবস্থা জরুরি। তিনি বলেন, দেশ-বিদেশে অবস্থানরত সব নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে এস্তোনিয়ার মতো প্রযুক্তিনির্ভর ডিজিটাল মোবাইল থাম্ব ভোটিং চালুর মাধ্যমে নিরাপদ ও সঠিক নির্বাচন আয়োজন করা যেতে পারে।

দলের পক্ষ থেকে বলা হয়, বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, সর্বজনীন মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় বিশ্বাসী, যেখানে সব ধর্ম, মত-পথ ও গোষ্ঠীর মানুষের সমান নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত থাকবে।

(ঢাকা টাইমস/২২মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’: নাহিদ ইসলাম
সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জামায়াত আমিরের
ওসি প্রদীপকে নিয়ে ছড়িয়ে পড়া খবরটি গুজব: কারা অধিদপ্তর
এনবিআর এখনি বিলুপ্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই: অর্থ মন্ত্রণালয়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা