প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন নাহিদ ইসলাম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে ড. ইউনূস পদত্যাগ করতে চাইছেন— সামাজিক যোগাযোগমাধ্যমে চলা এমন গুঞ্জনের মধ্যেই তার সঙ্গে দেখা করতে গেলেন এনসিপি আহ্বায়ক।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যা ৭টার দিকে যমুনায় প্রবেশ করেন নাহিদ ইসলাম। তিনি বেশ কিছুক্ষণ প্রধান উপদেষ্টার সঙ্গে একান্তে আলাপ করেছেন। ড. ইউনূসের প্রধান উপদেষ্টা পদে থাকার বিষয়টি নিয়েই মূলত তাদের মধ্যে আলোচনা হয়েছে।
সূত্র আরও জানায়, এ সময় এনসিপি আহ্বায়ক তাদের পক্ষ থেকে কোনো ধরনের ভুলত্রুটি থাকলে তা ক্ষমা সুন্দর সৃষ্টিতে দেখার অনুরোধ করেন। একই সঙ্গে সরকারকে আকুণ্ঠ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি প্রধান উপদেষ্টাকে আশ্বত্ব করে বলেন, গণঅভ্যুত্থানের সব শক্তি আপনার সাথে রয়েছে। যেকোন পরিস্থিতিতে সরকারকে সর্বাত্মক সহায়তার পাশাপাশি তার পাশে থাকারও প্রতিশ্রুতি দেন।
এদিকে সন্ধ্যায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন বলে জানা গেছে।
(ঢাকাটাইমস/২২মে/জেবি/এমআর)

মন্তব্য করুন