ওসি প্রদীপকে নিয়ে ছড়িয়ে পড়া খবরটি গুজব: কারা অধিদপ্তর

মেজর সিনহা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ওসি প্রদীপের ফাঁসির খবর বৃহস্পতিবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দাবি করা হচ্ছে— ‘আজ ( বৃহস্পতিবার) রাতেই ওসি প্রদীপের ফাঁসি কার্যকর হবে’। তবে বিষয়টি গুজব বলে জানিয়েছে কারা অধিদপ্তর।
বৃহস্পতিবার রাতে কারা অধিদপ্তর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানায় কারা অধিদপ্তর।
বার্তায় কারা অধিদপ্তর জানায়, ‘সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ওসি প্রদীপ সংক্রান্ত বিষয়টি একটি গুজব। সকলকে সচেতন থাকার জন্য অনুরোধ করছি।’
অনুসন্ধানে দেখা যাচ্ছে, তাদের মামলাটি এখনো উচ্চ আদালতে বিচারাধীন এবং চূড়ান্ত রায় এখনো প্রদান করা হয়নি। কাজেই রায় হওয়ার পূর্বেই ফাঁসি কার্যকর হওয়ার প্রশ্ন অবান্তর।
(ঢাকাটাইমস/২২মে/এলএম/এমআর)

মন্তব্য করুন