আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন ইশরাক

অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
বৃহস্পতিবার বিকালে কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে এসে তিনি এ ঘোষণা দেন।
ইশরাক হোসেন বলেন, বর্তমান সরকারের ভেতরে যে দুইজন ছাত্রপ্রতিনিধি রয়েছেন তারা একটি নতুন রাজনৈতিক দলের সরাসরি সমর্থক এবং সংগঠক হিসেবে কাজ করছেন। তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। হাইকোর্টের আদেশের পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আপাতত আমরা আন্দোলন স্থগিত রাখবো। সরকারকে আগামী ২৪ ঘণ্টা বা ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে তারা কী করে। তাদের কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, হাইকোর্টে একটি ভুয়া রিট করে আমাকে মেয়র পদে শপথ গ্রহণ বাধাগ্রস্ত করতে সরকারের পক্ষ থেকে একটি অপচেষ্টা করা হয়েছিল। এ বিষয়ে আমাদের দলের মত যে সবশেষে গিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। আমরা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা আশা রাখবো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আর একদিনও কালক্ষেপণ না করে অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন করবেন।
ইশরাক হোসেন বলেন, এ কর্মসূচির ফলে প্রচুর জনভোগান্তি সৃষ্টি হয়। নাগরিক বিভিন্ন সেবা থেকে তারা বঞ্চিত হয়। সে জন্য ঢাকার সাধারণ জনগণের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমা চাইছি।
ইশরাক আরও বলেন, জনগণ একদিন বুঝবে, আমরা কেন এ আন্দোলন করেছিলাম। আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি। আজ আমাদের যে বিজয়, তার শতভাগ কৃতিত্ব বিএনপির তৃণমূল নেতাকর্মীদের এবং ঢাকাবাসীর। ঢাকাবাসী তাদের অধিকার আদায় করেছে। আজ শুধু আমি মেয়র হইনি, আপনারা সবাই মেয়র হয়েছেন। এ বিজয় আপনাদের সবার।
এরআগে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেট অবৈধ ঘোষণার দাবি এবং তাকে শপথ পড়ানো থেকে বিরত থাকার নির্দেশনা চেয়ে রিট খারিজ করে দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতের রায় নিজেদের পক্ষে আসায় আন্দোলনরত কর্মী-সমর্থকরা উল্লাসে মেতে ওঠেন। তারা পরস্পর মিষ্টি বিতরণ করেন।।
আদালতের আদেশের পর বৃষ্টির মধ্যে রাজধানীর মৎস্য ভবন মোড়ে অবস্থান নেন ইশরাকের সমর্থকরা। তারা সেখানে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন। সেই সঙ্গে চলছে বিজয় মিছিলের প্রস্তুতি।
এর আগে বুধবার সকাল থেকে ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে কাকরাইলে অবস্থান নেন তার সমর্থকরা। তারা সারা রাত সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
(ঢাকাটাইমস/২২মে/জেবি/এমআর)

মন্তব্য করুন