আমুর খালাতো ভাই রাহাত হোসেন ডিবির অভিযানে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ মে ২০২৫, ১৭:১১| আপডেট : ২২ মে ২০২৫, ১৭:২৯
অ- অ+

রাজধানীর উত্তরা থেকে বৈষম্যবিরোধী মামলার আসামি আওয়ামী লীগ নেতা ডা. খন্দকার রাহাত হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার রাহাত হোসেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাতো ভাই এবং শেখ হাসিনা ও তার পরিবারের খুবই আস্থাভাজন ছিলেন বলে জানিয়েছে ডিবিপুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উত্তরা এক নম্বর সেক্টরে তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাহাত হোসেনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে রামপুরা থানায় মামলা রয়েছে। ডিবি পুলিশের যুগ্ম কমিশনার (উত্তর) রবিউল ইসলাম ভূঁইয়া ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।

ডিবি সূত্রে জানা গেছে, যুগ্ম কমিশনার (উত্তর) রবিউল ইসলাম ভূঁইয়ার নির্দেশনায় উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করেন গোয়েন্দা উত্তরা বিভাগের এডিসি মো. হেলালউদ্দিন ভূইয়া।

এডিসি মো. হেলালউদ্দিন ভূইয়া ঢাকাটাইমসকে বলেন, গত ১১ ফেব্রুয়ারি রাহাত হোসেনের বিরুদ্ধে রামপুরা থানায় একটি হত্যা চেষ্টা মামলা হয়। বৈষম্যবিরোধী ওই মামলার এজাহারনামীয় ৩২ নাম্বার আসামি তিনি। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উত্তরায় অভিযান চালিয়ে ডিবি তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ২২ জুলাই রামপুরা ব্রিজ ও পুলিশ বক্স সংলগ্ন এলাকায় অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছিল ছাত্র-জনতা। পরে সেখানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আন্দোলনরতদের ওপর হামলা করে। এতে অনেকে আহত হন। এদের মধ্যে জহিরুল ইসলাম নামের একব্যক্তি গুরুতর আহত হন। পরে ১১ ফেব্রুয়ারি তিনি রামপুরা থানায় মামলা করেন।

এদিকে রাহাত হোসেনের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে জানা গেছে। তাদের এমন একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছুদিন ধরে ঘুরছিল।

এডিসি মো. হেলালউদ্দিন ভূইয়া আরও জানিয়েছেন, সরকার বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন আওয়ামী লীগের কট্টরপন্থী নেতা রাহাত হোসেন। তার বাড়ি বরিশালের কোতোয়ালি থানা এলাকায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ডিবির এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/২২মে/এসএস/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন নাহিদ ইসলাম
মুন্সীগঞ্জে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ২০ জন
পাবনায় বালুমহাল দখল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ৭
অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রতিবাদ করায় স্কুলছাত্র খুন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা