এবার যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের দ্রুত বিচার না হলে নেতাকর্মীদের নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার বিকাল ৫টায় শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিনব্যাপী অবস্থানের পর এ হুঁশিয়ারি দেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।
তিনি বলেন, যদি অবিলম্বে ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার না হয় তাহলে আমরা সারা দেশে ছাত্রদলের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টার বাস ভবন যমুনা ঘেরাও করতে বাধ্য হবো।
তিনি আরও বলেন, গত ৯ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৯টি খুন হয়েছে। ছাত্রদল নেতা পারভেজকে খুন করা হয়েছে। একটা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য নিরাপদ না। ভিসি প্রক্টরসহ পুরো প্রশাসনকে এর দায় নিতে হবে। দায় নিয়ে তাদের পদত্যাগ করতে হবে।
পরে ছাত্রদলের নেতাকর্মীরা রাস্তা ছেড়ে দিলে যান চলাচল শুরু হয়।
এর আগে সাম্য হত্যার বিচারের দাবিতে সকাল ১০টা থেকে রাজধানীর শাহবাগ মোড় ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে ছাত্রদল।
(ঢাকাটাইমস/২২মে/এলএম/এমআর)

মন্তব্য করুন