রংপুরে বৃষ্টিতে তলিয়ে গেছে জমির ফসল

রংপুর ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ মে ২০২৫, ১৬:৪৭
অ- অ+

গত দুই দিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে রংপুরের বিভিন্ন এলাকা। সেই সাথে তলিয়ে গেছে গ্রীষ্মকালীন বিভিন্ন সবজির ক্ষেত। অব্যাহত বৃষ্টির কারণে রংপুর নগরীর বিভিন্ন পাড়া মহল্লার নিচু এলাকাগুলো হাটু পানিতে তলিয়ে গেছে। এলাকাবাসীর অভিযোগ অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে এই অচল অবস্থার সৃষ্টি হয়েছে। দুই দিনের বর্ষণে তিস্তা নদীতে পানিও বৃদ্ধি পেতে শুরু করায় চরাঞ্চলের নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ায় বাদম, ধান ও ভুট্টা ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।

রংপুর আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানিয়েছে, গত দুই দিনে রংপুরে ২৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি আগামী ২৩ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন তারা।

অপরদিকে রংপুর পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, অবিরাম বর্ষণের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। তবে এখন পানি বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আকস্মিক বৃষ্টিতে চরাঞ্চলের অনেক এলাকা প্লাবিত হওয়ায় ধানক্ষেতসহ রবিশস্যের অনেক ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় সবজিসহ গ্রীষ্মকালীন শস্যের বেশ ক্ষতি হয়েছে। ক্ষেতে পানি জমে পচে যাচ্ছে ফসল। কৃষকরা বলছেন, বৃষ্টি অব্যাহত থাকলে বড় লোকসানের মুখে পড়বেন তারা।

এদিকে, চাষিদের ক্ষেত থেকে দ্রুত পানি নিষ্কাশনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।

রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানিয়েছেন, রংপুরে গত দুই দিনে রংপুরে ২৪৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টি ২৩ মে পর্যন্ত হতে পারে বলে জানিয়েছেন তিনি।

কাউনিয়ার কৃষক হাসেম মিয়া জানান, তার দুই বিঘা জমিতে পটল চাষ করেছেন, যার পুরোটাই এখন পানির নিচে। বৃষ্টির পানিতে ডুবে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন।

গত দুইদিনের বৃষ্টিতে রংপুর সদর উপজেলার সদ্যপুস্কুরনী ইউনিয়ন ও মিঠাপুকুরের রানীপুকুর ইউনিয়নের প্রায় ৫০ হেক্টর জমি হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে। এতে গ্রীষ্মকালীন শাক-সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকরা বলছেন, বৃষ্টির পানিতে করলা, ঝিঙেসহ প্রায় সব ধরনের ফসলই তলিয়ে গেছে। তলিয়ে যাওয়া ৭০ ভাগ ফসলই নষ্ট হয়ে যাবে।

কৃষি বিভাগের তথ্যমতে, গত কয়েকদিনের বৃষ্টিতে রংপুরের একশ হেক্টরের বেশি জমির সবজি ক্ষতি হয়েছে।

কৃষি বিভাগ বলছে, ক্ষতি কমাতে ডুবে যাওয়া ক্ষেত থেকে দ্রুত পানি নিষ্কাশনে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোসফিকুর রহমান বলেন, কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেয়া হচ্ছে। জমিতে পানি জমলে ফসল বাঁচানো মুশকিল হবে।

(ঢাকা টাইমস/২২মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অপ্রত্যাশিত বিভাজনকে দেশ ও জাতির স্বার্থে মিটিয়ে ফেলতে হবে: হাসনাত আব্দুল্লাহ
জুলাই শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন অধ্যাদেশ অনুমোদনসহ ৫ সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যে ফাটল ধরতে শুরু করেছে: খন্দকার মোশাররফ 
চাঁদপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা