গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও সুন্দরগঞ্জে কর্মসংস্থান ব্যাংকের ২৭৯ ও ২৮০তম শাখার উদ্বোধন

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২২ মে ২০২৫, ১৮:২০
অ- অ+

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ ও সুন্দরগঞ্জ উপজেলায় কর্মসংস্থান ব্যাংকের ২৭৯তম ও ২৮০তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা দুটির উদ্বোধন করেন।

কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংক প্রধান কার্যালয়ের নিরীক্ষা মহাবিভাগের মহাব্যবস্থাপক মো. আমিরুল ইসলাম, ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মশিউর রহমান, শাখা নিয়ন্ত্রণ বিভাগের উপমহাব্যবস্থাপক মনোজ রায়, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. মুখলেছুর রহমান, গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান প্রমুখ।

উল্লেখ্য, গোবিন্দগঞ্জ ও সুন্দরগঞ্জ শাখার উদ্যোক্তাদের নিকট ঋণের চেক হস্তান্তরের মাধ্যমে শাখা দুটির কার্যক্রম শুরু হয়।

(ঢাকা টাইমস/২২মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি গণসংহতি আন্দোলনের
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন নাহিদ ইসলাম
মুন্সীগঞ্জে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ২০ জন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা