যুক্তরাষ্ট্রে দুই ইসরায়েলি দূতাবাস কর্মীকে গুলি করে হত্যা

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২২ মে ২০২৫, ১০:৫৬| আপডেট : ২২ মে ২০২৫, ১২:১৮
অ- অ+

যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (২১ মে) ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল জিউইশ জাদুঘরের বাইরে তাদের গুলি করে হত্যা করা হয়।

মার্কিন কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় শত শত ফিলিস্তিনি নিহত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ইহুদি রাষ্ট্রটির হামলায় আরও ৯৩ ফিলিস্তিনি নিহত হয়। আহত হয় আড়াই শতাধিক। এ নিয়ে গাজা উপত্যকায় নিহতের সংখ্যা দাঁড়াল ৫৩ হাজার ৬৫৫। আহত লক্ষাধিক। এই সময়ে ঘটল যুক্তরাষ্ট্রে দূতাবাস কর্মী হত্যার ঘটনা।

মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নয়েম জানান, জাদুঘরের কাছে দুর্বৃত্তরা এক হামলায় ওই দুই কর্মীকে হত্যা করে। তারা সক্রিয়ভাবে তদন্ত করছেন এবং এই অপরাধীকে বিচারের আওতায় আনবেন।

তবে এখন পর্যন্ত হামলার উদ্দেশ্য বা হামলাকারীর পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

ওই জাদুঘরে একটি অনুষ্ঠান চলছি। সেটির আয়োজক আমেরিকান ইহুদি কমিটি জানায়, অনুষ্ঠানস্থলের বাইরে একটি সহিংসতা ঘটেছে। এই মুহূর্তে, ঠিক কী ঘটেছে সে সম্পর্কে পুলিশের কাছ থেকে আরও তথ্যের জন্য তারা অপেক্ষা করছে।

মার্কিন অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি জানান, তিনি ঘটনাস্থলে ছিলেন এবং ঘটনার বিস্তারিত জানতে কাজ করছেন।

তবে এখন পর্যন্ত হামলার উদ্দেশ্য বা হামলাকারীর পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

(ঢাকাটাইমস/২২মে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিল্প উপদেষ্টার সাথে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ
পর্যটক বাড়াতে ২ লাখ ফ্রি বিমান টিকিট দেবে থাইল্যান্ড
বিএনপি নেতা সেলিম ভূঁইয়া দুর্নীতির মামলায় খালাস পেলেন
হাসিনার পক্ষে ভারতের যুদ্ধ ঘোষণা, দিল্লির বিরুদ্ধে লড়তে হবে: রাশেদ প্রধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা