চাঁদপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

চাঁদপুর-রায়পুর আঞ্চলিক সড়কে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে চৌধুরী পুল ও সিঙ্গার পুলের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান হোসেন লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার দেনায়েতপুর গ্রামের সরকার বাড়ির সিরাজুল ইসলাম সরকারের ছেলে।
জানা যায়, রায়হান তার এক বন্ধুকে নিয়ে রায়পুর বর্ডার বাজার থেকে কাজ শেষ করে মোটরসাইকেলে নিজ বাড়ির পথে রওনা দেন। চৌধুরী পুল ও সিঙ্গার পুলের মধ্যবর্তী স্থানে পৌঁছালে রায়পুর থেকে ফরিদগঞ্জগামী একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে মোটরসাইকেলটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহতবস্থায় মোটরসাইকেলচালক রায়হানকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রায়হানের ভাই জানান, রায়হান তার বন্ধুকে সাথে নিয়ে বর্ডার বাজার এলাকায় ব্যক্তিগত কাজে যায়। কাজ শেষ করে বাড়ি ফিরে যাওয়ার সময় বিপরীত দিকে আসা দ্রুতগতির ট্রাক তাদের চাপা দেয়।চাঁদপুর মডেল থানার এসআই নাজির শেখ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল করেন। হাসপাতালের চিকিৎসক আসিবুল আহসান বলেন, হাসপাতালে আসার আগেই রায়হানের মৃত্যু হয়।
(ঢাকা টাইমস/২২মে/এসএ)

মন্তব্য করুন