ভোক্তা কর্মকর্তা জব্বারের মারধরের ভাইরাল ভিডিও ভুয়া ও গুজব

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের জনপ্রিয় সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডলের ওপর হামলা- দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালের ঘটনায় এবার মুখ খুলেছেন, আব্দুল জব্বার নিজেই।
ছড়িয়ে পড়া ওই ভিডিওটিতে দেখা যায়, ব্যস্ত একটি সড়কে কয়েকজন লোক জড়ো হয়ে জাতীয় ভোক্তা অধিকারের ঢাকা অঞ্চলের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডলের মতো দেখতে এক ব্যক্তিকে মারধর করছে। তবে প্রকৃত অর্থে ভিডিওর ভুক্তভোগী ওই ব্যক্তি ভোক্তা অধিকারের আলোচিত ওই কর্মকর্তা নন।
বুধবার বেলা ১১টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল। তিনি জানান, এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। ছড়িয়ে পড়া ভিডিওটি ভুয়া ও কেবলই গুজব।
ভোক্তা অধিকারের এ কর্মকর্তা বলেন, আমার নাম ব্যবহার করে ছড়িয়ে পড়া ভিডিওটি অনাকাঙ্ক্ষিত এবং এটি ভুয়া সংবাদ। এ ভিডিওর সঙ্গে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।
এর আগে মো. আব্দুল জাব্বার মণ্ডলের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলায় থানায় জিডি করেছিলেন তিনি।৩১ মার্চ তেজগাঁও থানায় তিনি এই জিডি করেন।
ওই সময় ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে তিনি লেখেন, আমার নাম এবং ছবি ব্যবহার করে কিছু নকল ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলা হয়েছে। এ বিষয়ে জিডি করা হয়েছে (জিডি নম্বর : ১৬৯৯ তারিখ: ৩১ মার্চ ২০২৫)। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হলো।
(ঢাকাটাইমস/২২ মে/আরজেড)

মন্তব্য করুন