ঈদে ট্রেনযাত্রা: আজ ১ জুনের আগাম টিকিট বিক্রি চলছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মে ২০২৫, ০৯:৪৫| আপডেট : ২২ মে ২০২৫, ১২:২৮
অ- অ+
ফাইল ছবি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে। আজ বিক্রি হচ্ছে আগামী ১ জুনের আগাম টিকিট।

আজ সকাল আটটায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়। দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর টিকিট।

গতকাল বুধবার (২১ মে) শুরু হয় এবারের ঈদুল আজহা উপলক্ষে আগাম টিকিট বিক্রি শুরু। গতকাল বিক্রি করা হয় ৩১ মে যাত্রার টিকিট। রেলওয়ে সূত্রে জানা যায়, বুধবার শুরুর ৩০ মিনিটে ৩০ লাখ যাত্রী টিকিট কাটার চেষ্টা করেন।

যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি হচ্ছে।

আজ থেকে ২৭ মে পর্যন্ত পর্যায়ক্রমে দেওয়া হবে ১ থেকে ৬ জুনের টিকিট। ঈদের পরে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে। ওই দিন ৯ জুনের আগাম টিকিট দেওয়া হবে।

একজন ব্যক্তি তার এনআইডি ব্যবহার করে ঈদে আগাম ও ফেরত যাত্রায় সর্বোচ্চ চারটি করে টিকিট কিনতে পারবেন। যাত্রা বাতিল হলে আগাম টিকিটের কোনো রিফান্ড মিলবে না।

(ঢাকাটাইমস/ ২২মে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ ৩ জেলা ও দায়রা জজ আদালতের বিচাররককে বদলি
চরকির অসৌজন্যমূলক আচরণ, বাচসাস-এর নিন্দা ও প্রতিবাদ
আলোকচিত্রী চঞ্চল মাহমুদ আর নেই
বদমেজাজি ও দুর্নীতিপরায়ণ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন অতিরিক্ত আইজি ইকবাল বাহার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা