লালমনিরহাট সীমান্তে নারী-শিশুসহ ২০ জনকে পুশইন

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ মে ২০২৫, ১২:১০| আপডেট : ২২ মে ২০২৫, ১২:৩৯
অ- অ+

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসতী গাটিয়ারভিটা সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২০ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও ভারতীয় পুলিশ। বুধবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বর্তমানে ওই ২০ জনকে পাটগ্রাম থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সীমান্ত পেরিয়ে আসা ২০ জন পুলিশের হেফাজতে থাকার বিষয়টি পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানিয়েছে, ধবলসতী বিওপি ক্যাম্প এলাকার ধবলসতী গাটিয়ারভিটা সীমান্ত দিয়ে বেশকিছু নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে পায়ে হেঁটে আসতে দেখেন তারা। একপর্যায়ে নতুন বাজার নামক স্থানে ওই নারী ও শিশুরা পৌঁছালে তাদের আটক করে বিজিবিকে খবর দেওয়া হয়। পরে বিজিবি তাদের ক্যাম্পে নিয়ে যায়।

এ বিষয়ে ৬১ বিজিবির অধীন ধবলসতী বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মতিন বলেন, সীমান্ত পেরিয়ে আসা ব্যক্তিদের পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিজিবি ২০ জনকে আমাদের নিকট হস্তান্তর করেছে। এদের মধ্যে ১১ নারী, ৭ শিশু ও দুজন পুরুষ রয়েছে। এরা বিভিন্ন সময়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিল। ওই ২০ জনের বিষয় সার্বিক তথ্য বের করতে কাজ করছে বিজিবি ও পুলিশ। আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকা টাইমস/২২মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর গেজেট প্রকাশ
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
বনানীতে বাপ্পা মজুমদারের বাসায় আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন গায়ক
আমুর খালাতো ভাই রাহাত হোসেন ডিবির অভিযানে গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা