নারীর কাছে মিলল ২০ হাজার পিস ইয়াবা, ধরল ডিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ মে ২০২৫, ১৪:০০| আপডেট : ২৭ মে ২০২৫, ১৪:১১
অ- অ+

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার নাম রুনা পারভিন। তার হেফাজত থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে উত্তরা বিএনএস টাওয়ারের পাশে রয়েল এক্সপ্রেস বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

একইদিন ডিবির একাধিক সূত্র ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, খবর ছিল উত্তরার বিএনএস টাওয়ারের পাশে রয়েল এক্সপ্রেস বাস কাউন্টারের সামনে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারী অবস্থান করছে। এমন খবরে ডিবির উত্তরা গোয়েন্দা বিভাগের এডিসি মো. হেলালউদ্দিন ভূইয়ার নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। এসময় ইয়াবাসহ রুনা পারভিন নামের ওই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার নৃসিংহপুর গ্রামে।

এডিসি মো. হেলালউদ্দিন ভূইয়া বলেন, ‘অভিযানে রয়েল এক্সপ্রেস বাস কাউন্টারের সামনে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। রুনা পারভিন নামের ওই নারী দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত। তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হবে।’

(ঢাকা টাইমস/২৭মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
ঢাকা-বেইজিং অংশীদারিত্ব এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: চীনা রাষ্ট্রদূত
বেইলি রোডে ৩৪ কোটি দামের কষ্টিপাথরের মূর্তি ও বিদেশি মদসহ ৪ জন আটক
দেশের মাথাপিছু আয় বেড়ে ২৮২০ ডলার, দেশের ইতিহাসে সর্বোচ্চ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা