বাংলাদেশ প্রিমিয়ার লিগ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৩ মে ২০২৫, ২১:২৮| আপডেট : ২৩ মে ২০২৫, ২১:৩৬
অ- অ+

২৩ বছর পর দেশের শীর্ষস্থানীয় পেশাদার ফুটবল লিগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং। ২০০২ সালের পর দীর্ঘ সময় চ্যাম্পিয়নের স্বাদ না পাওয়া দলটি এবার বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার লিগে এক ম্যাচ হাতে রেখেই ট্রফি নিশ্চিত করেছে।

শুক্রবার (২৩ মে) বিকেলে কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেই কাঙ্ক্ষিত ট্রফি নিজেদের করে নেয় সাদাকালোরা।

দুই দশকের শিরোপা-খরা ঘোচানো এই ম্যাচটিই হয়ে উঠেছিল এক আবেগঘন মুহূর্ত। খেলার শুরুর ৭ মিনিটেই ব্রাদার্স ইউনিয়নের মোহাম্মদ দিয়া গোল করে এগিয়ে দেন দলকে। তবে ম্যাচের ২৬ মিনিটে মোহামেডানের মেহেদী হাসান গোল করে খেলায় সমতা ফেরান। এরপর ৩৯ মিনিটে মোহামেডানের সোলেমান দিয়াবাতে গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে ৬৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে ব্যবধান ৩-১ করেন তিনি।

তবে থেমে থাকেনি ব্রাদার্স ইউনিয়নও। একের পর এক আক্রমণে খেলার রং বদলে দেয় তারা। ৭১ মিনিটে এমফন সানডে গোল করে ব্যবধান কমান। শেষ মুহূর্তে, ৮৭ মিনিটে আবু সাঈদের করা গোল ব্রাদার্সকে সমতায় ফেরায়। ম্যাচটি শেষ হয় ৩-৩ গোলে ড্রয়ের মাধ্যমে। তবে এর আগেই মোহামেডান নিশ্চিত করে ফেলেছে তাদের চ্যাম্পিয়নশিপ। কারণ, পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে তারা একটি ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা নিশ্চিত করে।

ম্যাচ শেষে বাফুফের সিনিয়র সহসভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন মোহামেডান দলের হাতে। সোলেমান দিয়াবাতে ও তার সতীর্থরা ট্রফি উঁচিয়ে উদযাপন করেন হারানো গৌরব পুনরুদ্ধারের এই মাহেন্দ্রক্ষণ।

একই দিনে দীর্ঘ দুই যুগের ক্যারিয়ারের ইতি টানেন ব্রাদার্স ইউনিয়নের অভিজ্ঞ গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। তার বিদায়ী ম্যাচটিও হয়ে ওঠে স্মরণীয়।

মোহামেডানের শেষ ম্যাচ ২৯ মে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ইয়ংমেনস ফকিরেরপুলের বিপক্ষে অনুষ্ঠিত হবে। তবে তত দিনে মোহামেডান তাদের নামের পাশে আরেকটি চ্যাম্পিয়নশিপ যোগ করে ফেলেছে, যা তাদের সমৃদ্ধ ইতিহাসে যোগ করেছে নতুন এক স্বর্ণপালক।

(ঢাকাটাইমস/২৩মে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অস্ত্রসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্য আটক
ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনাকে বদলি
কমনওয়েলথ চার্টার কর্মশালার উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ
নুরুল হুদার সঙ্গে মব সৃষ্টিকারীদের বিচারের দাবি রিজভীর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা