পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ,দলে ফিরলেন খালেদ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ মে ২০২৫, ২২:২৮| আপডেট : ২৫ মে ২০২৫, ২৩:০৮
অ- অ+

আইপিএল খেলতে গিয়ে ইনজুরির কারণে পাকিস্তান সফরের দল থেকে ছিটকে গেলেন মোস্তাফিজুর রহমান। তাঁর পরিবর্তে দলে ডাক পেয়েছেন পেসার খালেদ আহমেদ। পাকিস্তান সফরের দল থেকে মোস্তাফিজের ছিটকে পড়ার বিষয়টি কিছুক্ষণ আগে নিশ্চিত করেছে বিসিবি।

বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, শনিবার আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সময় বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান মোস্তাফিজ। তাঁর আঙুলে চিড় ধরেছে। ফলে তাঁকে কমপক্ষে দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।

জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন বলেছেন, ‘গতকাল আইপিএলে নিজের শেষ ম্যাচ খেলার সময় মোস্তাফিজুরের বাঁ হাতের বুড়ো আঙুলে চিড় ধরে। এই আঘাতের কারণে তাঁর বিশ্রাম ও পুনর্বাসন প্রয়োজন। আমাদের বর্তমান পর্যবেক্ষণ অনুযায়ী, তাঁকে আগামী দুই থেকে তিন সপ্তাহ পাওয়া যাবে না। তিনি কতটা সেরে উঠলেন, তা দুই সপ্তাহ পর মূল্যায়ন করব।’

খালেদ এর আগে বাংলাদেশ দলের হয়ে ১৬টি টেস্ট ও ২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। এখনোও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি। তার সাম্প্রতিক ফর্মের ওপর ভরসা রেখেই তাকে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

(ঢাকাটাইমস/২৫মে/এলকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব’ 
রাঙ্গাবালীতে নিখোঁজের ১১ দিন পর ঝোপঝাড়ে থেকে বৃদ্ধের কঙ্কাল উদ্ধার
ড. ইউনূস ৩০ জুনের পর একদিনও দায়িত্বে থাকতে চান না: প্রেস সচিব
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের পর দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা