সদরপুর থানা থেকে লুট হওয়া শর্টগান উদ্ধার 

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ মে ২০২৫, ১৮:১০
অ- অ+

গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় ফরিদপুরের সদরপুর থানায় দুবৃত্তদের হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ও থানার অস্ত্রাগার থেকে বেশ কিছু অস্ত্র লুট হয়। লুট হওয়ার প্রায় ১০ মাস পর একটি শর্টগান উদ্ধার করেছে পুলিশ।

শনিবার উপজেলা সদরের কালিখোলা প্রশিকা এনজিও অফিসের গেটের সামনে থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান রবিবার সকালে অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পুর্বশ্যামপুর গ্রামের কাশেম সর্দারের ছেলে মো. রাতুল সর্দার ও একই গ্রামের ইউনুছ হাওলাদারের ছেলে আনিসুল হককে থানায় হামলা, ভাঙচুর, লুটপাটের অভিযোগে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কালিখোলা প্রশিকা এনজিও অফিসের গেটের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। তাদের গ্রেপ্তার ও ১২ বোর পাম শর্টগানটি উদ্ধারে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

ওসি বলেন, ৫ আগস্ট কিছু দুবৃত্তরা থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করে বেশ কিছু অস্ত্রলুট করে নিয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে রাতুল ও আনিস নামে দুজন দুস্কৃতকারীকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি শর্টগান উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে৷ তবে সদরপুর থানা থেকে লুট হওয়া আরো কিছু অস্ত্র এখনো উদ্ধার হয়নি।

তিনি আরো বলেন, থানা থেকে লুট হওয়া অস্ত্র কেউ যদি ফেলে রেখে আমাদেরকে ফোন দেয় অথবা পুলিশের জরুরি নাম্বার ৯৯৯ ফোন দিয়ে তথ্য জানায় তাহলে তাদের পুরস্কৃত করা হবে৷

(ঢাকা টাইমস/২৫মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারের কথাবার্তা মানুষকে বিরক্ত করে তুলেছে: রিজভী 
জুলাই গণঅভ্যুত্থানে চোখ হারানো চারজনের বিষপান
এনবিআর সংস্কার অধ্যাদেশ দুই মাসের জন্য স্থগিত, আন্দোলনও স্থগিতের ইঙ্গিত  
বনে বসবাসকারীদের বিরুদ্ধে করা ১২৯ মামলা প্রত্যাহার: উপদেষ্টা রিজওয়ানা হাসান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা