প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে যে প্রতিক্রিয়া জানালো নাগরিক ঐক্য

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা অনেক বড় সংকটের মধ্যে আছি। এই সংকট বলতে ভারতীয় আধিপত্যবাদের কথা বলছি। ভারতীয় আধিপত্যবাদ আমাদের এই পরির্বতনকে একেবারেই স্বীকার করতে চায় না।
রবিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
এর আগে এবি পার্টির চেয়ারম্যান মুজিবর রহমান মঞ্জু বলেন, নির্বাচন দিতে সবকিছুর ওপর প্রধান উপদেষ্টার নেতৃত্ব ও কর্তৃত্ব দরকার। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোসহ সবার সমঝোতা দরকার। এবং এর ভিত্তিতে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা দরকার।
তিনি বলেন, আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, সবার সঙ্গে সমঝোতার মাধ্যমে আগামী বছরের ৫ ফ্রেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা করা যায় কি না- সেটা ভেবে দেখতে। মঞ্জু বলেন, জুলাই অভ্যুত্থানের পর ছাত্রদের ঐক্য ধরে রাখা যায়নি। উপদেষ্টা পরিষদের কেউ কেউ এর জন্য দায়ী।
এর আগে, শনিবার রাতে তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। ভিন্ন ভিন্ন এই বৈঠকে প্রথমে অংশ নেয় বিএনপি। এরপর জামায়াতে ইসলামী ও তরুণদের রাজনৈতিক দল এনসিপি।
এদিকে আজ প্রথম দফার বৈঠকে অংশগ্রহণকারী নেতাদের মধ্যে ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি সাইফুল হক, জাতীয় গণফ্রন্টের সমন্বয়কারী টিপু বিশ্বাস, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম। বাসদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা খালেকুজ্জামান ভূঁইয়া এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
(ঢাকা টাইমস/২৫মে/জেবি/এসএ)

মন্তব্য করুন