সাবেক মেয়র আইভী রিমান্ডে, আরও দুই মামলায় গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াত আইভীকে মিনারুল হত্যায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এ ছাড়া সিদ্ধিরগঞ্জে গুলিতে রিকশাচালক তুহিন হত্যা ও একটি বিস্ফোরক আইনের মামলায় আইভীকে গ্রেফতার দেখানো হয়েছে।
আজ রোববার (২৫ মে) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালত রিমান্ডের আদেশ দেন। এ সময় আইভী কারাগার থেকে ভার্চুয়ালি আদালতের শুনানিতে অংশ নেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) কাউয়ুম খান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জে গুলিতে মিনারুল নামে এক যুবক নিহত হন। এ মামলায় আইভীর বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চেয়েছিলেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আইভীর বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিদ্ধিরগঞ্জে গুলিতে রিকশাচালক তুহিন হত্যা ও একটি বিস্ফোরক আইনের মামলায় আইভীকে গ্রেফতার দেখানো হয়েছে আজ। অন্য দুটি মামলায় পরে গ্রেফতার দেখানো হবে বলে জানায় পুলিশ।
গত ১২ মে ভোর পৌনে ছয়টার দিকে নারায়ণগঞ্জ শহরের চুনকা কুটিরের বাড়ি থেকে পুলিশ আইভীকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। ওই দিন সকাল ১০টায় পোশাককর্মী মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানোর আদেশ দেন।
আইভিকে গ্রেপ্তারের জন্য ১১ মে রাত সাড়ে ১১টার দিকে তার দেওভোগ এলাকার বাড়িতে অভিযান চালায় বিপুলসংখ্যক পুলিশ। এই খবরে তার সমর্থক ও এলাকাবাসী দুটি সড়কের বিভিন্ন স্থানে ব্যারিকেড সৃষ্টি করেন। তারা পুলিশকে অবরুদ্ধ করে রাখেন। সারা রাত নাটকীয়তার পর পরদিন ভোরে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ।
(ঢাকাটাইমস/২৫মে/মোআ)

মন্তব্য করুন