দিনাজপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

দিনাজপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ মে ২০২৫, ১৫:২১
অ- অ+

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর সদর উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা।

রবিবার উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সার্বিক সহযোগিতায় তিন দিনব্যাপী ভূমি মেলায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জানে আলম, রেভিনিউ ডেপুটি কালেক্টর মুহ. সাদ্দাম হোসেন।

সেবা গ্রহীতারা সদর উপজেলার নির্ধারিত স্টলে গিয়ে ই- নাম জারি, মৌজা ম্যাপ, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপিসহ ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা ও তথ্য নিতে পারবেন এই মেলায়।

সহকারী কমিশনার (ভূমি) মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মো. রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশের ভূমি সেবা ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। ভূমি সেবায় ডিজিটালাইজেশন কার্যক্রম নাগরিকদের জন্য ইতিবাচক ভূমিকা রাখছে। হয়রানি মুক্ত ও জনবান্ধব ভূমি সেবা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে ভূমি মন্ত্রণালয় বদ্ধপরিকর, সেই লক্ষ্য অর্জনে ভূমি মন্ত্রণালয় প্রযুক্তিগতভাবে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। নামজারি ভূমি উন্নয়ন কর, পর্চা ও নকশা সংগ্রহ ব্যবস্থাপনা শতভাগ অনলাইন ভিত্তিক ও ক্যাশলেস করা হয়েছে। যেকোনো নাগরিক পৃথিবীর যেকোন প্রান্ত থেকে যেকোনো সময় সপ্তাহে সাত দিন দিনরাত ২৪ ঘণ্টায় কল সেন্টার ও নাগরিক ভূমি সেবা কেন্দ্রের মাধ্যমে সেবা গ্রহণ করতে পারবেন। এর ফলে দেশব্যাপী ভূমি উন্নয়ন কর শতভাগ অনলাইনে আদায়ের ফলে রাজস্ব আয় বহু গুনে বৃদ্ধি পেয়েছে বলে তিনি জানান।

(ঢাকা টাইমস/২৫মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির বৈঠক
এএনএইচ গ্রুপের এমডির বিরুদ্ধে নারী নির্যাতন ও পিতৃত্ব অস্বীকারের অভিযোগ
মেয়র হিসেবে শপথ নিতে রিট করেননি ইশরাক হোসেন
প্রিমিয়ার ব্যাংক নিমতলা শাখা নতুন ঠিকানায় স্থানান্তরিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা