পাকিস্তান পৌঁছেছে ১০ জনের বাংলাদেশ দল, বাকিরা যাবেন কবে?

২৮ মে থেকে পাকিস্তানের মাটিতে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। এই সফরে বাংলাদেশ ক্রিকেট দল দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। ইতোমধ্যেই পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম বহর। প্রথম দফায় পাকিস্তান গেছে ১০ সদস্যের স্কোয়াড।
আজ রবিবার লাহোরে পৌঁছানো সদস্যদের মধ্যে আছেন চার ক্রিকেটার—হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন এবং তানজিম হাসান সাকিব। তাদের সঙ্গে দলীয় ম্যানেজার নাফিস ইকবালসহ আরও কজন সাপোর্ট স্টাফ আছেন এই দলে। স্কোয়াডের বাকি খেলোয়াড় ও কোচিং স্টাফরা লাহোরে পৌঁছাবেন সোমবার ২৬ মে।
দলের ম্যানেজার নাফিস ইকবাল জানান, সব খেলোয়াড় ২৬ মে ভোরের মধ্যেই লাহোরে পৌঁছে যাবে।
উভয় দল আগামী ২৬ ও ২৭ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করবে এবং ম্যাচের আগের দিন (২৭ মে) দুই অধিনায়ক সংবাদ সম্মেলনে অংশ নেবেন।
গাদ্দাফি স্টেডিয়ামেই সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৮ মে শুরু হবে সিরিজ। দ্বিতীয় টি-টোয়েন্টি ৩০ মে এবং শেষটি ১ জুন। সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
আমিরাতের কাছে হারের পরই এই সিরিজ বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অপরপক্ষে পাকিস্তানও সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পর এই সিরিজে মাঠে নামছে। সুতরাং দু’দলই চাইবে সিরিজ জিতে নিজেদের মান রক্ষা করতে।
(ঢাকাটাইমস/২৫মে/আরকে)

মন্তব্য করুন