রোম্যান্টিক সিন করতে গিয়ে আমার মাড়ি কেটে যায়: ঈশানী

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ মে ২০২৫, ১৫:০৬
অ- অ+

শুরুটা মডেলিং থেকে, সামাজিক মাধ্যম থেকে পান বেশ পরিচিতি। বলা হচ্ছে ওপার বাংলার টেলি অভিনেত্রী ঈশানী চ্যাটার্জির কথা। এরপরই অভিনয়ের প্রস্তাব যায় তার কাছে। আর সেই প্রস্তাবে সাড়া দিতে দেরি করেননি ঈশানী। এরপরই শুরু করেন টিভি ধারাবাহিকের কাজ।

ওপার বাংলার টিভি ধারাবাহিকপরিণীতাদিয়েই অভিনয় দুনিয়াতে যাত্রা শুরু করেন অভিনেত্রী। সেই সিরিয়ালটিতে এক কলেজ পড়ুয়ার ভূমিকাতে অভিনয় করছেন ঈশানী। আর সেই চরিত্রের নাম পারুল।

সে একটি ছোট শহরের, সহজ সরল মেয়ে। যে পরবর্তী দিনে অভিনেতা উদয় প্রতাপ সিং ওরফে চরিত্রের রায়ানের স্ত্রী হবে। সিরিয়ালের বর্তমান প্রেক্ষাপটে একটু একটু করে কাছাকাছি আসছে পারুল-রায়ান।

সম্প্রতি পর্দা থেকে বের হয়ে সংবাদমাধ্যমে হাজির হয়েছিলেন ঈশানী-উদয় জুটি। সেখানে পর্দায় তাদের রসায়ন নিয়ে ছোড়া হয় নানা প্রশ্ন।

ঈশানী বলেন, ‘একেবারে ভরপুর রোম্যান্স হয়তো দেখানো হবে না। একটু একটু করে একে অপরকে ভালোবাসবে। আর ওই রোম্যান্টিক সিন করতে গিয়ে আমাদের খুনসুটিতে মাড়ি কেটে গেছে আমার। আগে টিভির পর্দায় যেমন রোম্যান্টিক সিন দেখতাম, তেমন নিজে করে খুব মজা পেয়েছি।

অভিনেত্রী বলেন, ‘রোম্যান্টিক শুটিংয়ের সময় বারবার রি-টেক করতে বলছিলাম। সময় উদয় বললেন, ‘এখানে অনেকেই আমার থেকে বয়সে ছোট হলেও, আমিই সবচেয়ে দুষ্টু। এত ঘন্টা সময় ফ্লোরে কাটাতে হয়, তাই ভাবি একটু দৌরাত্ম্য করি।

(ঢাকাটাইমস/১২মে/এলকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিংড়ায় নিজের বানানো বিএনপি অফিস থেকে দেশীয় অস্ত্রসহ আটক ১
ফরিদপুরে বিএনপি কর্মীর করা বিস্ফোরক মামলায় আ. লীগের ২১ নেতাকর্মী জেলহাজতে
জবিতে পূর্ণাঙ্গ শাটডাউনের হুঁশিয়ারি শিক্ষক-শিক্ষার্থী সমাবেশে
চুয়াডাঙ্গায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে হাঁসুয়া দিয়ে হত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা