ডিবির অভিযানে ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আনছারুল করিম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ মে ২০২৫, ১৬:৫৩| আপডেট : ১৪ মে ২০২৫, ১৭:১৯
অ- অ+

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আনছারুল করিমকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার দুপুরে রাজধানীর মগবাজার এলাকা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার একটি দল তাকে গ্রেপ্তার করে।

ডিবির উত্তরা বিভাগের একটি সূত্র ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র বলছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবিপুলিশের একটি দল জানতে পারে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আনছারুল করিম মগবাজার অবস্থান করছে। এমন খবরে উত্তরা গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. হেলালউদ্দিন ভূইয়া নেতৃত্বে ডিবির একটি দল সেখানে অভিযান চালায়। এসময় আনছারুল করিমকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আনছারুলের গ্রামের বাড়ি কক্সবাজার সদর উপজেলার কলাতলীতে।

এডিসি মো. হেলালউদ্দিন ভূইয়া জানান, ছাত্রলীগের এই নেতা সরকার বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় বৈষম্য বিরোধী মামলা রয়েছে বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১৪মে/এসএস/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা