বিএনপির বিরুদ্ধে সব ষড়যন্ত্রের জবাব দেবে তৃণমূল: অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

তৃণমূল নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শক্তি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তিনি বলেছেন, 'বিএনপির বিরুদ্ধে সব ষড়যন্ত্রের জবাব দিবে তৃণমূল নেতাকর্মীরা।' রবিবার বিকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা শশীদল ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিম ভূইয়া বলেন, ‘উপদেষ্টারা লোভ সামলাতে পারছে না। উনারা এখন আর গদি ছাড়তে চাচ্ছেন না। অনেক উপদেষ্টার বাবারাও ঠিকাদারি লাইসেন্স করছে এবং চাঁদাবাজি করছে।’
এনসিপি কিংস পার্টিকে বলে মন্তব্য করে অধ্যক্ষ সেলিম বলেন, ‘তারাই এখন আওয়ামী লীগের সাথে আঁতাত করে দল ভারী করছে। আবার তারাই বলছে আওয়ামী লীগ ব্যান (নিষিদ্ধ)। বিএনপি আওয়ামী লীগকে জায়গা দেয়ার পক্ষে না। আমরা হয়রানির শিকার। কারণ আমাদের নেতাকর্মীরাই গুম হয়েছে। আওয়ামী লীগকে আমরা দিতে ছাড় রাজি না।’
অধ্যক্ষ সেলিম বলেন, ‘আরেকটি দল আছে যারা জান্নাতের টিকেট বিক্রি করে। সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে তারাই ১০০ টাকার বিনিময়ে ফরম বিক্রি করে। এদের থেকে দূরে থাকবেন। আমাদের ৩১ দফার মধ্যেই সকল সংস্কারের বিষয় উল্লেখ করা আছে। নির্বাচিত সংসদ সংস্কার করবে।’
শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি মোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন।
সম্মেলন উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।
সম্মেলনে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী জসীম উদ্দিন প্রমুখ।(ঢাকা টাইমস/১১মে/জেবি/এসএ)

মন্তব্য করুন