কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ মে ২০২৫, ১৭:৫৪| আপডেট : ১১ মে ২০২৫, ১৭:৫৯
অ- অ+

কিশোরগঞ্জে মাঠে কাজ করার সময় পৃথক বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে ভৈরব উপজেলার রসুলপুর ও শ্রীনগর ও কুলিয়ারচর উপজেলার ছয়সূতি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার সাদেকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের কিপিং বাড়ির মৃত আফছর উদ্দিনের ছেলে ফারুক মিয়া (৬০ ), শ্রীনগর গ্রামের ইউনুস মিয়ার ছেলে ফয়সাল মিয়া ( ২৮) এবং কুলিয়ারচর উপজেলার ছয়সূতি গ্রামের কবির মিয়া (৩৫)।

খোঁজ নিয়ে জানা যায়, বিকালে কাল বৈশাখী ঝড় আসতে দেখে মাঠে শুকাতে দেওয়া ধানের খড় তুলতে যান ফারুক মিয়া। এসময় ঝড়ের সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে ফারুক মিয়া মাটিতে পড়ে যান।

অন্যদিকে শ্রীনগর গ্রামের ফয়সাল ও কুলিয়ারচরের কবির মিয়া মাঠে কাজ করার সময় বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. কিশোর কুমার দাস জানান, আজ বিকালে মাঠে কৃষিকাজ করার সময় কাল বৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাতে তিন কৃষককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে আমরা পরীক্ষা নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করি। পরবর্তীতে স্বজনরা তাদের মরদেহ বাড়িতে নিয়ে যান।

(ঢাকা টাইমস/১১মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনৈতিক দলের বিচারের বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত: চিফ প্রসিকিউটর
হবিগঞ্জে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৫০
বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইট
আবেগবশত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, সরকারকে রিজভী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা