সমন্বিত সড়ক নিরাপত্তায় মিডিয়া ফেলোশিপ’ পেলেন যুগান্তরের ইমন রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ মে ২০২৫, ২১:৫২
অ- অ+

বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এর ‘সমন্বিত সড়ক নিরাপত্তায় মিডিয়া ফেলোশিপ’ পেয়েছেন দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার ইমন রহমান।

শনিবার বিএনএনআরসি- এর প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান সাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

ইমন রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তার বাড়ি মাগুরা জেলার শ্রীপুর থানার দ্বারিয়াপুর গ্রামে। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সাংবাদিকতায় হাতেখরি তার। জাবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন তিনি। জাতীয় পর্যায়ে কালের কণ্ঠ, মানব কণ্ঠ, দেশ রূপান্তর ও আজকের পত্রিকায় অপরাধ বিভাগে সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে তার। কর্মজীবনে অপরাধ বিষয়ক প্রতিবেদনের পাশাপাশি সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনার বিষয়ে অসংখ্য প্রতিবেদন তৈরি করেছেন তিনি।

উলে­খ্য, বিএনএনআরসি একটি গণমাধ্যম উন্নয়ন ও ডিজিটাল উন্নয়ন বিষয়ক সংস্থা, যা ২০০০ সালে আত্মপ্রকাশ করে। বিএনএনআরসির কর্মপ্রচেষ্টা হলো বাংলাদেশে গণমাধ্যম উন্নয়ন ও ডিজিটাল উন্নয়নের দ্রুত পরিবর্তনশীল বাস্তবতার চ্যালেঞ্জ এবং সুযোগ-সুবিধাসমূহ বিবেচনায় রেখে গণমাধ্যমের জ্ঞানভিত্তিক ও চলমান ইস্যু উভয় বিষয় নিয়ে গণমাধ্যমের উন্নয়ন এবং ডিজিটাল উন্নয়ন।

বিএনএনআরসি নলেজ-ড্রাইভেন মিডিয়া ও ডিজিটাল ডেভেলপমেন্ট -এর ভূমিকায় আঞ্চলিক, দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করে থাকে। এটি জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) ও জাতিসংঘের ইকোনমিক এন্ড সোশ্যাল কাউন্সিল-এর বিশেষ পরামর্শক মর্যাদাপ্রাপ্ত সংস্থা এবং জাতিসংঘের ডব্লিউএসআইএস পুরস্কার-২০১৬, ২০১৭, ২০১৯, ২০২১ এবং ২০২৩ এর বিজয়ী এবং চ্যাম্পিয়ন।

(ঢাকাটাইমস/১০মে/এসএস/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
সংবাদ সম্মেলনে স্ত্রীর দাবি ‘অপচিকিৎসায়’ শামসুদ্দোহা শিমুলের মৃত্যু, বিচার চায় পরিবার
অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্য গ্রেপ্তার
থানায় ভুক্তভোগীদের সঙ্গে সরাসরি-ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা