সাতক্ষীরার জনগণের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যৎ থাকবো

সাইদুর রহমান
  প্রকাশিত : ১০ মে ২০২৫, ০৮:৩২| আপডেট : ১০ মে ২০২৫, ০৯:১৪
অ- অ+

সাতক্ষীরার জনগণের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যৎ থাকবো। আপনারা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন তাতে আমি আপনাদের কাছে চিরঋনী। আপনাদের কাছে কৃতজ্ঞ। আমাকে নিয়ে একটি জনবিচ্ছিন্ন কুচক্রি মহল যে ষড়যন্ত্র শুরু করেছে, জনগন তার সমুচিত জবাব দেবে-ইনশাল্লাহ। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে পর যারা আওয়ামী স্টাইলে অপরাজনীতির সংস্কৃতি চালু করেছে, তার ফল কখনোই ভালো হবে না। জুলাই-আগস্টের পর সাতক্ষীরার প্রতিটি জাতীয়তাবাদী পরিবারের সদস্যরা যথেষ্ট সজাগ। বিগত ১৮ বছর বিএনপির জন্য কে কি করেছে তার সব খতিয়ান জনগন জানে। আমাকে চরিত্রহরণ বা অপমান করে অন্যের ধবংস ডেকে আনবেন না।

আমাকে প্রাণনাশের হুমকি, একটি অসৎ চক্র দিয়ে স্যোসাল মিডিয়াতে আমাকে নিয়ে মিথ্যাচারের ফল কখনোই ভালো হবে না। আল্লাহর রহমতে তাদেরকে করুণ পরিণতি ভোগ করতে হবে। আমাকে পেটানোর হুমকি, আমার বাবাকে লাঞ্ছিত করবার পরিণাম খারাপ পরিণত বয়ে আনবে।আমার রাজনৈতিক বাতিঘর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমার নেত্রী মাতৃসমতুল্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমার রাজনৈতিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বিএনপি স্থানীয় কোন পরিবারের হাতে জিম্মি হতে পারে না। বিএনপি কারোর সাজানো বাগান নয়। এটি সকলের। মনে রাখবেন, বিএনপি জনগনের রাজনৈতিক দল। জনগনই এই দলের স্টেকহোল্ডার।

আমার বিরুদ্ধে একটি পরিবারের সদস্য এভাবে নোংরাভাবে এবং মিথ্যা তথ্য দিয়ে মাঠে নামানো কোন সুস্থ্য রাজনীতি হতে পারে না। যারা জনাব তারেক রহমানকে লন্ডনে রেখে সাতক্ষীরাতে রাজনীতির ফায়দা লুটতে চায় সেটি কখনো বাস্তবায়িত হবে না। জুলাই আগস্টের পর যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রাজনৈতিক স্পিরিট বুঝতে ব্যর্থ হয় তাদের রাজনীতি বর্তমান বাস্তবতায় অচল। আজ যাদেরকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন তারা ২০১৪ সালের পর বিএনপির জন্য কলারোয়াতে কেন একটি প্রতিবাদ করতে পারেনি, কেন গর্তের ভীতরে লুকিয়ে ছিলেন?

আমাকে কেন প্রতিরোধ করতে চান? আমার কি অপরাধ? আমি কি কারোর রাজনৈতিক প্রতিপক্ষ? আমি তো বলেনি সাতক্ষীরা-১ আসন থেকে নির্বাচন করবো? তাহলে আমাকে কেন হত্যা করতে চান? হলফ করে বলছি, আমি জ্ঞাতসারে কোন অন্যায় করেনি, কোন অবিচার করেনি, কোন ফ্যাসিস্টের কাছ থেকে সুবিধা নেয়নি, কোন ফ্যাসিস্টকে আশ্রয় দেয়নি, কারোর কাছ থেকে আর্থিক সুবিধা নেয়নি। বরং বিগত ১৫ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে যুদ্ধ করে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলাম। তারপরও স্যোসাল মিডয়া পরিকল্পিতভাবে যা করছেন তা হীন রাজনৈতিক চিন্তার বহি:প্রকাশ। দয়া করে এগুলো বন্ধ করুন। এভাবে নোংরামি করে সাতক্ষীরা-১ আসনটি অন্যের হাতে তুলে দেবেন না। সুস্থ্য রাজনীতি করুন। সুস্থ্য রাজনৈতিক প্রতিযোগিতা অংশগ্রহন করুন। জনগনের কাছে যান। জনগনের পাশে থাকুন। জনগনই সকল ক্ষমতার উৎস। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক।

লেখক: গণমাধ্যমকর্মী

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা