‘হিজড়া জনগোষ্ঠীকে মানবসম্পদে রূপান্তরের কোনো বিকল্প নেই’

হিজড়া জনগোষ্ঠীকে মানবসম্পদে রূপান্তরের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজকল্যাণ পরিষদের অতিরিক্ত পরিচালক (উপসচিব) মো. মুখলেসুর রহমান। শনিবার দুপুরে রাজধানীর মিরপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পাথওয়ে’র আয়োজনে ‘তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কর্মমুখী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মুখলেসুর রহমান বলেন, ‘এই জনগোষ্ঠীর অনেকেই সৃজনশীল প্রতিভার অধিকারী। শারীরিকভাবে ভিন্নতা থাকলেও সুযোগ পেলে তারা নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে সক্ষম।’
মুখলেসুর রহমান আরও বলেন, ‘হিজড়ারা রাস্তায় থাকলেও অনেকেই জানেন না তারা কী ধরনের প্রতিভা নিয়ে জন্মেছেন। বসে বসে খাওয়ার যুগ শেষ। নিজেদের দক্ষ করে গড়ে তুলে জনশক্তিতে রূপান্তর করতেই হবে। আমাদের মূল শক্তি হচ্ছে মানবসম্পদ, আর সে জায়গায় হিজড়া জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা জরুরি।’
স্বাবলম্বী হওয়ার পথ প্রশস্ত করতে হবে অনুষ্ঠানে ‘পাথওয়ে’র চেয়ারম্যান রইজুর রহমান বলেন, ‘হিজড়া জনগোষ্ঠীকে পিছিয়ে পড়া নয়, স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা দরকার। এজন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা এবং তাদের জন্য উপযুক্ত চাকরির সুযোগ সৃষ্টি করতে হবে। সেলাই শেখালে তার তৈরি পণ্যের ব্র্যান্ডিং ও বিপণনের উদ্যোগ নিতে হবে। ড্রাইভিং শিখালে পেশাগতভাবে কাজে লাগাতে হবে।’
পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহিন বলেন, ‘আমরা শুধু সেলাই মেশিন দিচ্ছি না, প্রশিক্ষণও দিচ্ছি। এর আগে ড্রাইভিং প্রশিক্ষণও দিয়েছি। হীনমন্যতায় ভুগলে চলবে না। নিজে স্বাবলম্বী হলে পরিবারও স্বাবলম্বী হয়।’
তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি ও ডিএমপি কমিশনারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘চীন তাদের জনগণকে জনশক্তিতে রূপান্তর করে পরাশক্তিতে পরিণত হয়েছে। আমরাও পারব, যদি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কার্যকর পদক্ষেপ নিতে পারি। রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় হিজড়া জনগোষ্ঠীর দক্ষ ও শিক্ষিত সদস্যদের সহায়তায় যুক্ত করা যেতে পারে।’
হিজড়াদের পক্ষ থেকে সুযোগের আবেদন তৃতীয় লিঙ্গের নেতা কনা হিজড়া বলেন, ‘আমরা সমাজে বারবার অবহেলার শিকার হই। অথচ আমাদের মধ্যেও অনেকেই দক্ষ—কেউ ড্রাইভিং জানে, কেউ সেলাই, কেউ পার্লারে বা মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ জানে। শুধু একটু সুযোগ আর সহানুভূতিশীল পরিবেশ পেলেই আমরাও সমাজে অবদান রাখতে পারি।’
অনুষ্ঠানে ১০ জন হিজড়া সদস্যকে সেলাই মেশিন বিতরণ করা হয়। পাথওয়ের পক্ষ থেকে জানানো হয়, তারা হিজড়া সদস্যদের তৈরি পোশাক বাজারজাত করার ব্যবস্থাও নিচ্ছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক জসীম উদ্দীন, শহর সমাজসেবা অফিসার শহিদুজ্জামান এবং ওয়াল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক মহিউদ্দিন আমিন।
(ঢাকা টাইমস/১০মে/এলএম/এসএ)

মন্তব্য করুন