টেকনাফে পানের বরজ থেকে ১৬ কোটি টাকার ইয়াবা জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ মে ২০২৫, ১৬:৫০
অ- অ+

কক্সবাজারের টেকনাফের হাবিরছড়া মেরিন ড্রাইভ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ কোটি টাকার মূল্যের ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার হারুন-অর-রশিদ এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ থানাধীন হাবিরছড়া মেরিন ড্রাইভ এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ওই এলাকায় সন্দেহজনক দুই ব্যক্তিকে বস্তা কাঁধে নিয়ে হেঁটে যেতে দেখা যায়।

কোস্ট গার্ড আভিযানিক দল তাদেরকে ধাওয়া করে থামার সংকেত দিলে উক্ত ব্যক্তিরা বস্তা দুইটি নিকটস্থ পানের বরজে ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তা দুইটি তল্লাশি করে ১৬ কোটি টাকা মূল্যের ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান হারুন-অর-রশিদ।

জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/৮মে/এলএম/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার সাবেক রাষ্ট্রপতি ইস্যুতে সরানো হলো কিশোরগঞ্জের এসপিকে, তদন্ত কমিটি গঠন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর প্লট-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ২ মাস
আ.লীগ থেকে বিএনপিতে আসার বক্তব্য নিয়ে রিজভীর প্রতিবাদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা