কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে রাঙ্গুনিয়া যুবকের মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ মে ২০২৫, ১১:৪৪
অ- অ+

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে আরফাত নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। সৈকতের সুগন্ধা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পর্যটক চট্টগ্রাম রাঙ্গুনিয়া দক্ষিণ ঘাটচেক এলাকার গণি চৌধুরী বাড়ির কামাল হোসেনের ছেলে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফি। বুধবার (৭ মে) দুপুর একটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, কয়েকজন বন্ধু মিলে সৈকতে গোসল করতে নামেন আরফাত। একপর্যায়ে ঢেউয়ের সঙ্গে তলিয়ে যান তিনি। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। কিছুক্ষণ পরে ভেসে উঠলে সি সেইফ লাইফ গার্ডের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরফাতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে আছে বলে জানান জেলা প্রশাসনের এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/৮মে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ব গাধা দিবস যেভাবে এলো
মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, নিহত ৪
টঙ্গীতে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা 
নৌপথে আইনশৃঙ্খলা নিশ্চিতকরণ, চোরাচালান দমনে কাজ করছে কোস্ট গার্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা