বিচারপ্রক্রিয়ায় আ.লীগকে নিষিদ্ধ করতে হবে: এ্যানি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ মে ২০২৫, ১৮:০৪
অ- অ+

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিচারপ্রক্রিয়ার মধ্যদিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। বিএনপিসহ সকল রাজনৈতিক দলকে ডাক দিয়ে সরকার যদি আলোচনা করতো, তাহলে বহু আগেই এর নিষ্পত্তি হতে পারতো। রাজপথে আন্দোলন এখন আর মানুষ চায় না। আলোচনা মাফিক বিচারপ্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে।

রবিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের বড়বল্লভপুর সরকার প্রাথমিক বিদ্যালয় ও মান্দারী ইউনিয়নের মিয়াপুর ভূঁইয়া বাড়ি নূরানি মাদ্রাসায় ওয়ার্ডভিত্তিক নেতা নির্বাচনের ভোটগ্রহণ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, হাসিনার বিচার দ্রুত হলে গুম-খুনের একটা ফলাফল আসবে। বিচারের রায় হবে। গণহত্যার বিচার হবে, বিচারে একটা রায় হবে। যারা গণহত্যা-গুম-খুন করে তাদের রাজনীতি করার অধিকার নেই। বিচারপ্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ চাই আমরা। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হল সকল রাজনৈতিক দলের সঙ্গে বসে দ্রুত বিচারপ্রক্রিয়া সম্পন্ন করা। সবার আগে হাসিনা ও তার সাঙ্গপাঙ্গদের বিচার এবং আইনের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধকরণ। এটা নিয়ে পাড়া-মহল্লায়, শাহবাগে, যমুনায় বারবার মিছিল-মিটিং করতে হবে, গাড়ি আটকাতে হবে, এতে মানুষের কষ্ট হবে। এটি জনগণ চায় না, প্রত্যাশা করে না। জনগণ চায় টেবিলে আলোচনা করে শেষ করেন। টেবিলে আলোচনাটা জরুরি ছিল। সকল রাজনৈতিক দলকে ডেকে নিয়ে আলোচনা করলে এ নিষ্পত্তিটা আরো আগেই হতো।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আহমেদ ফেরদৌস মানিক, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক বেলাল হোসেন ও সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ।

(ঢাকা টাইমস/১১মে/জেবি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিংড়ায় নিজের বানানো বিএনপি অফিস থেকে দেশীয় অস্ত্রসহ আটক ১
ফরিদপুরে বিএনপি কর্মীর করা বিস্ফোরক মামলায় আ. লীগের ২১ নেতাকর্মী জেলহাজতে
জবিতে পূর্ণাঙ্গ শাটডাউনের হুঁশিয়ারি শিক্ষক-শিক্ষার্থী সমাবেশে
চুয়াডাঙ্গায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে হাঁসুয়া দিয়ে হত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা